আপনজন ডেস্ক: অস্ট্রেলিয়ায় বোর্ডার–গাভাস্কার ট্রফিতে রোহিত শর্মার দল শুধু প্যাট কামিন্সদের বিপক্ষেই লড়াই করছে না, সমান্তরালে লড়াই চলছে ভারত দল ও অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের মধ্যেও। যে লড়াই সৌহার্দ্য ছাড়িয়ে এখন প্রায় তিক্ততায় রূপ নিয়েছে। সর্বশেষ, আজ অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে পূর্বনির্ধারিত একটি ‘প্রেস ম্যাচ’ বয়কট করেছে ভারত।
মেলবোর্নের জাংশন ওভালে দুই দেশের সংবাদকর্মীদের নিয়ে একটি টি–টোয়েন্টি ম্যাচের আয়োজন করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। পাঁচ টেস্টের সিরিজ খেলতে ভারত ক্রিকেট দল অস্ট্রেলিয়ায় পা রেখেছে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে।
সিডনি টেস্টের মধ্য দিয়ে যা আগামী ৭ জানুয়ারি শেষ হওয়ার কথা। প্রায় দুই মাসের এ সিরিজে সাংবাদিকদের ব্যস্ততায় কিছুটা ভিন্নতা আনতে এবং সৌহাদ্যস্বরূপ এমন উদ্যোগ নিয়েছিল সিএ।
তবে অস্ট্রেলিয়ায় কোনো দল সফরে গেলে, সফররত দেশটির সাংবাদিক কিংবা সংবাদমাধ্যমের সঙ্গে অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমের লেগে যাওয়ার ইতিহাস নতুন নয়। অতীতেও এমন ঘটনা ঘটেছে।
ওয়েস্ট অস্ট্রেলিয়ানের খবরে বলা হয়, দুই দেশের সংবাদকর্মীদের মধ্যে ম্যাচটি হওয়ার কথা স্থানীয় সময় রোববার বিকেলে। কিন্তু ভারত ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার ম্যাচটি খেলতে অস্বীকৃতি জানান। পরে সফরকারী ভারতীয় সাংবাদিকদের কয়েকজনও ম্যাচ থেকে নিজেদের
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct