আপনজন ডেস্ক: ক্যালেন্ডার বলছে আজ ২২ ডিসেম্বর। ঠিক ৩ দিন পর অর্থাৎ ২৬ ডিসেম্বর শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়ার বক্সিং ডে টেস্ট। তার আগে ভারতীয় শিবিরে চোট আতঙ্ক। মেলবোর্ন টেস্টের আগে অনুশীলনের সময় চোট পেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। রবিবার নেটে ব্যাটিং প্র্যাক্টিসের সময় বাঁ পায়ের হাঁটুতে চোট লেগেছে হিটম্যানের। যার ফলে বেশ কিছুক্ষণ তাঁকে হাঁটুতে বরফ বেঁধে বসে থাকতে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাঁর হাঁটুতে আইস প্যাক লাগিয়ে বসে থাকার ছবি ভাইরাল হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, ব্যাটিং করতে করতে হঠাৎ হাঁটুতে চোট পাওয়ার পর গ্লাভস ছেড়ে চেয়ারে বসে পড়েন রোহিত শর্মা। সেখানে দ্রুত তাঁকে ভারতীয় টিমের ফিজিয়োথেরাপিস্ট চেক করেন। যে ছবি রোহিতের ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে তাঁর চোখে-মুখে যন্ত্রণার ছাপ। এরপর ফিজিয়ো রোহিতের বাঁ পায়ের হাঁটুতে আইস প্যাক বেঁধে দেন। রোহিতের চোট কতটা গুরুতর? তিনি কি ছিটকে যাবেন মেলবোর্ন টেস্ট থেকে? ইতিমধ্যেই ক্রিকেট মহলে তা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। বাংলার তারকা আকাশ দীপ জানিয়েছেন, ক্যাপ্টেনের চোটের অবস্থা। একই সঙ্গে তিনি জানিয়েছেন, সিরিজের চতুর্থ টেস্ট খেলতে রোহিতের হয়তো সমস্যা হবে না। আকাশ দীপ প্রেস কনফারেন্সে বলেছেন, ‘ক্রিকেটে এইরকম চোট খুবই স্বাভাবিক। আমার মনে হচ্ছে, এই যে অনুশীলনের পিচটা, সেটা সাদা বলের ক্রিকেটের জন্য তৈরি। ফলে বল খুব একটা উঠছেও না। তাই হয়তো লেগেছে। তবে এই চোট গুরুতর কিছু নয়।’
উল্লেখ্য, আইস প্যাক নিয়ে কিছুক্ষণ চেয়ারে বসে থাকার পর রোহিতকে স্বাভাবিকভাবেই হাঁটাচলা করতে দেখা গিয়েছে। সেই ছবিও দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct