চন্দনা বন্দ্যোপাধ্যায়, জয়নগর, আপনজন: দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং থেকে গ্রেপ্তার ভিন রাজ্যের সন্দেহভাজন এক জঙ্গি। জম্মু-কাশ্মীর ও রাজ্য পুলিশের এসটিএফ এবং ক্যানিং থানা যৌথ অভিযান চালিয়ে শ্রীনগরের বাসিন্দাকে গ্রেপ্তার করে শনিবার রাতে ক্যানিং এর হাসপাতাল মোড় থেকে। রবিবার তাকে আলিপুর আদালতে পেশ করা হয়।ধৃতের নাম জাভেদ মুন্সি। আদপে শ্রীনগরের বাসিন্দা। সেতেহরিক-উল-মুজাহিদিনের সদস্য বলে খবর। জাভেদ ক্যানিং হাসপাতালের মোড়ের গুলশান হাউসে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল। শনিবার রাতে জম্মু কাশ্মীর পুলিশ, রাজ্য পুলিশের এসটিএফ এবং ক্যানিং থানার পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে জাভেদকে গ্রেফতার করে। সূত্রের খবর, নাশকতামূলক ষড়যন্ত্রে যুক্ত থাকার সন্দেহে গ্রেপ্তার করা হয় তাকে। কোন সূত্রে তাঁর হদিশ মিলেছে তা এখন ও অজানা। জাভেদ বাংলায় বসে কোনও নাশকতার ছক কষছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি কাশ্মীর থেকে কোনও নাশকতামূলক কার্যকলাপ করে বাংলায় আত্মগোপন করেছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, সম্প্রতি অসম পুলিশ অভিযান চালিয়ে মুর্শিদাবাদ থেকে দুই জঙ্গিকে গ্রেপ্তার করে। যারা ইসলামিক স্টেট জেহাদি গোষ্ঠীর মতাদর্শে বিশ্বাসী আনসারুল্লা বাংলা টিমের সদস্য। বাংলায় বসেই বাংলায় জেহাদের ছক কষছিল তারা। বারবার ভিনরাজ্যের পুলিশ যেভাবে বাংলায় অভিযান চালিয়ে একের পর এক জেহাদিকে গ্রেপ্তার করছে, তাতে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।আর সুন্দরবনে এই জঙ্গি গ্রেপ্তার নিয়ে রাজনৈতিক চাপানোত্তর শুরু হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct