এম মেহেদী সানি , কলকাতা, আপনজন: মাদ্রাসা সার্ভিস কমিশনের সপ্তম এসএলএসটি’র টেট-সহ নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল প্রকাশিত হল। মাদ্রাসা সার্ভিস কমিশনের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করেছে। প্রাথমিকের টেটে ও নবম-দশম এবং একাদশ-দ্বাদশ মিলে ১ হাজার ৭২৯ জন শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে মাদ্রাসা সার্ভিস কমিশন। সেই বিজ্ঞপ্তি অনুসারে ২০২৪ সলেই চলতি বছরে ২৮ জানুয়ারি আরবি বিষয়ে টেটে পরীক্ষা দেন ২ লক্ষ ৩৪ হাজারের বেশি পরীক্ষার্থী। ৩ মার্চ মাদ্রাসায় শিক্ষক নিয়োগের নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়। সেখানেও কয়েক লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষায় বসেন। রাজ্যে একাধিক নিয়োগ প্রক্রিয়া যখন থমকে রয়েছে তখন বছর না ঘুরতেই ৯ মাস ১৮ দিনের মাথায় মাদ্রাসা সার্ভিস কমিশন সেই পরীক্ষার ফল প্রকাশ করে কার্যত নজির সৃষ্টি করলো বলেই মনে করছেন পরীক্ষার্থীরা ৷
মাদ্রাসা সার্ভিস কমিশনের সূত্রে জানা গিয়েছে ১ হাজার ৭২৯ শূন্যপদে ‘অ্যাসিসট্যান্ট টিচার’ পদে নিয়োগ দেওয়া হবে। যেখানে প্রাথমিকের টেটে নিয়োগ হবে ৪৭ জন। উচ্চ প্রাথমিকে নিয়োগ হবে ৬০৯ জন।
নবম-দশম শ্রেণির জন্য নিয়োগ করা হবে ৮১১ জন। একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য নিয়োগ হবে ২৬২ জন। ফলাফল অনুযায়ী মোট ২২১০ জন প্রার্থী প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের টেট পরীক্ষায় যোগ্যতা অর্জন করেছেন এবং যোগ্য প্রার্থীদের জন্য মেইন পরীক্ষা অনুষ্ঠিত হবে জানুয়ারি মাসে। নবম-দশম শ্রেণির ৮১১টি এবং একাদশ-দ্বাদশ শ্রেণির ২৬২টি পদের জন্য মোট ১৭৪০ জন মেইন পরীক্ষায় যোগ্যতা অর্জন করেছেন এবং ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে। সাক্ষাৎকার জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct