আপনজন ডেস্ক: পল পগবার কাছে চাঁদাবাজির করার অপরাধে তার ভাই মাতিয়াস পগবাসহ আরো পাঁচজনকে দোষী সাব্যস্ত করেছে প্যারিসের একটি আদালত। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) খবরটি দেয় ফরাসি গণমাধ্যম লেকিপ।
লেকিপ পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, মাতিয়াস পগবাকে সংগঠিত চাঁদাবাজি এবং চাঁদাবাজির চেষ্টার দায়ে দোষী সাব্যস্ত করে তিন বছরের সাজা দেওয়া হয়েছে, যার মধ্যে দুই বছর স্থগিত। তবে তাকে জেল খাটতে হবে না; কিন্তু এক বছর ইলেকট্রনিক ব্রেসলেট পরতে হবে।
অন্য পাঁচ আসামিদেরকে তিন থেকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজন পগবার শৈশবের বন্ধু।
পল পগবা জানান,তিনি ‘শৈশবের বন্ধুদের দ্বারা প্রতারিত’ হয়েছিলেন। যারা ২০২২ সালে তাকে বন্দুক দেখিয়ে ১.৩ কোটি ইউরো ( প্রায় ১৫১ কোটি ৪৫ লাখ টাকা) দাবি করেছিল।
তিনি তাদের ১,০০,০০০ ইউরো (১ কোটি ১৬ লাখ ৫০ হাজার টাকা) প্রদান করেন।
গত বছর পল পগবা আল জাজিরাকে বলেছিলেন, তিনি এই চাঁদাবাজির ঘটনার পর ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ভেবেছিলেন।
তিনি বলেছিলেন, ‘যেখানে টাকা থাকে, সেখানে সতর্ক থাকা জরুরি। টাকা মানুষকে বদলে দিতে পারে।
এটি একটি পরিবারকে ভেঙে দিতে পারে। এটি একটি যুদ্ধ সৃষ্টি করতে পারে।’
অভিযুক্ত মাতিয়াস পগবা শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসেছেন। তার আইজীবীর দাবি, মাতিয়াসকে বাধ্য করা হয়েছে তার ভাইয়ের বিরুদ্ধে নেতিবাচক কাজ করতে। তিনি জানান, এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন মাতিয়াস।
৩৪ বছর বয়সী মাতিয়াস পগবা নিজেও একজন ফুটবলার। তিনি গিনির জাতীয় দল ছাড়াও ইউরোপের পার্টিক থিসল, রেক্সহ্যাম, ক্রু আলেক্সান্দ্রা এবং ক্রলি টাউনের মতো ক্লাবের হয়ে খেলেছেন। তার শেষ ক্লাব ছিল ফ্রান্সের বেলফোর্ট, ২০২২ সালে যেখান থেকে তিনি অবসর নেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct