আপনজন ডেস্ক: ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে টানা দ্বিতীয় বছর শেষ করতে যাচ্ছে আর্জেন্টিনা। বৃহস্পতিবার প্রকাশিত র্যাঙ্কিংয়ে কোপা আমেরিকা জয়ী লিওনেল স্কালোনির দল ১৮৬৭.২৫ পয়েন্ট নিয়ে চূড়ায় রয়েছে। এ ছাড়া খুব বেশি পরিবর্তন আসেনি এবারের র্যাঙ্কিংয়ে। শীর্ষ দশেও নেই কোনো পরিবর্তন। ১৮৫৩.২৭ পয়েন্ট নিয়ে ইউরো জয়ী স্পেন রয়েছে তিনে। ১৮৫৯.৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে দিদিয়ের দেশমের ফ্রান্স। ইউরোর গত আসরের রানার্সআপ ইংল্যান্ড ১৮১৩.৮১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ও ভীষণ খারাপ সময়ের মধ্যে বছর পার করা ব্রাজিল ১৭৭৫.৮৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে রয়েছে।
পরের পাঁচ দেশের অবস্থানে রয়েছে: পর্তুগাল (১৭৫৬.১২ পয়েন্ট), নেদারল্যান্ডস (১৭৪৭.৫৫ পয়েন্ট), বেলজিয়াম (১৭৪০.৬২ পয়েন্ট), ইতালি (১৭৩১.৫১ পয়েন্ট), জার্মানি (১৭০৩.৭৯ পয়েন্ট)। শীর্ষ দশের পরপরই রয়েছে উরুগুয়ে (১৬৯৫.৯১) এবং কলম্বিয়া (১৬৯৪.৪৪)। ফিফা জানিয়েছে, পরবর্তী বিশ্ব র্যাঙ্কিং প্রকাশিত হবে ২০২৪ সালের এপ্রিল মাসে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct