আপনজন ডেস্ক: পেরুর আমাজন বৃষ্টিবহুল অরণ্যে ২৮টি নতুন প্রজাতির প্রাণী আবিষ্কার হয়েছে, যার মধ্যে রয়েছে উভচর ইঁদুর, কাঠবিড়ালি, মাছ, ব্যাঙ, প্রজাপতি প্রভৃতি।
যুক্তরাষ্ট্রভিত্তিক পরিবেশবাদী সংস্থা কনজারভেশন ইন্টারন্যাশনালের র্যাপিড অ্যাসেসমেন্ট কর্মসূচির আওতায় এই নতুন প্রজাতিগুলোর সন্ধান পাওয়া গেছে। বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির শীর্ষ নির্বাহী কর্মকর্তা ট্রন্ড লারসেন রয়টার্সকে বলেন, নতুন আবিষ্কৃত প্রজাতিগুলোর মধ্যে রয়েছে এক ধরনের ইঁদুর যা মাটি ও জলতে সমান দক্ষতায় চলাচল করতে পারে, ছোট আকারের কাঠবিড়ালি এবং আঁশযুক্ত মাগুর মাছ।
এছাড়া ১০ প্রজাতির প্রজাপতি, তিনটি উভচর প্রাণী এবং আট প্রকার মাছেরও সন্ধান পাওয়া গেছে।
লারসেন আরো জানান, আমাজনের পেরু অংশে এখনো ব্যাপকভাবে গবেষণা হয়নি, তাই সেখানে আরো অনেক নতুন প্রজাতি আবিষ্কৃত হতে পারে।
২০২২ সালের জুন থেকে কনজারভেশন ইন্টারন্যাশনালের একটি বিশেষজ্ঞ দল পেরুর আমাজনে নতুন প্রজাতির প্রাণীর অনুসন্ধান শুরু করে। তাদের মধ্যে রয়েছেন ১৩ জন সদস্য এবং দলটির নেতৃত্ব দিচ্ছেন ট্রন্ড লারসেন।
এছাড়া স্থানীয় আওয়াজুন নৃগোষ্ঠীর সদস্যরা তাদের অনুসন্ধানে সহায়তা করছেন বলে জানিয়েছেন লারসেন। তবে তিনি উদ্বেগ প্রকাশ করেন যে, আমাজনের অরণ্য উজাড় হওয়ার কারণে এই অঞ্চলের বাস্তুসংস্থানের ওপর গুরুতর প্রভাব পড়তে পারে।
আমাজন পৃথিবীর বৃহত্তম বৃষ্টিবহুল অরণ্য, যা দক্ষিণ আমেরিকার ৯টি দেশজুড়ে বিস্তৃত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct