আপনজন ডেস্ক: সংসদে কংগ্রেস সাংসদদের সঙ্গে হই হট্টগোলে জড়িয়ে পড়ে যে দুজন বিজেপি সাংসদ আহত হয়েছেন বলে অভিযোগ। তাদের মধ্যে অন্যতম হলেন প্রতাপ চন্দ্র সারঙ্গি। ওডিশায় অস্ট্রেলীয় খ্রিষ্টধর্ম প্রচারক গ্রাহাম স্টেইনস এবং তাঁর দুই পুত্র ফিলিপ ও টিমোথিকে পুড়িয়ে মারার অভিযোগে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়েছিলেন। তার দুবছর পর ওড়িশা হাইকোর্ট উপযুক্ত প্রমানের অভাবে তাকে যাবজ্জীবন থেকে মুক্তি দেয়। সেই প্রতাপই এখন
ওড়িশার একজন বিশিষ্ট বিজেপি নেতা এবং বালেশ্বর আসনের প্রতিনিধিত্বকারী সংসদ সদস্য। ১৯৫৫ সালের ৪ জানুয়ারি বালেশ্বর জেলার গোপীনাথপুর গ্রামে জন্মগ্রহণ করা সারঙ্গী ১৯৭৫ সালে উৎকল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফকির মোহন কলেজ থেকে বিএ ডিগ্রি অর্জন করেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) স্বেচ্ছাসেবক হিসেবে সারঙ্গির রাজনৈতিক যাত্রা শুরু হয়। পরে তিনি বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) এবং বজরং দলে দায়িত্ব পালন করেছিলেন।
মিঃ সারঙ্গি নীলাগিরি নির্বাচনী এলাকা থেকে ওড়িশা বিধানসভার সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলেন, ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত এবং ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত দু’বার দায়িত্ব পালন করেছিলেন। ২০১৪ সালে বালেশ্বর কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও হেরে যান সারেঙ্গি। তিনি ২০১৯ সালে আবার প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিজু জনতা দলের বর্তমান সাংসদ রবীন্দ্র কুমার জেনাকে ১২,৯৫৬ ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হন। ২০১৯ সালের মে মাসে, মিঃ সারঙ্গি মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রক এবং মৎস্য, পশুপালন ও দুগ্ধ মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিযুক্ত হন। ১৯৯৯ সালে অস্ট্রেলিয়ার খ্রিষ্টান মিশনারি গ্রাহাম স্টেইনস ও তার দুই ছেলেকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠে সারঙ্গির বিরুদ্ধে। তিনি বজরং দলের নেতা ছিলেন যখন এই গোষ্ঠীর সাথে যুক্ত একটি জনতা মিঃ স্টেইনস এবং তার দুই নাবালক ছেলেকে জীবন্ত পুড়িয়ে মেরেছিল। প্রতাপ সারঙ্গি প্রচারের আলোয় এসেছিলেন ১৯৯৯ সালে। ওই বছর ওডিশায় অস্ট্রেলীয় খ্রিষ্টধর্ম প্রচারক গ্রাহাম স্টেইনস এবং তাঁর দুই পুত্র ফিলিপ ও টিমোথিকে পুড়িয়ে মারার ঘটনায় তার যাবজ্জীবন সাজা হলেও দুবছর পর তিনি মুক্তি পান কোর্টের রায়ে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct