আপনজন ডেস্ক: আজমির দরগাহ চত্বরে একটি মন্দিরের দাবির বিষয়ে শুক্রবার আজমির সিভিল কোর্টে দ্বিতীয় শুনানি অনুষ্ঠিত হয়। উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত আগামী ২৪ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।
হিন্দু সেনার জাতীয় সভাপতি বিষ্ণু গুপ্ত দরগায় মন্দিরের অস্তিত্ব দাবি করে একটি পিটিশন দাখিল করেছিলেন। এরপরই আজমির সিভিল কোর্ট সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক, দরগাহ কমিটি আজমির এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে (এএসআই) নোটিশ জারি করে এবং ২০ ডিসেম্বর শুনানির দিন ঘোষণা করে।
শুক্রবারের শুনানি চলাকালীন আঞ্জুমান কমিটির প্রতিনিধি, দরগা দিওয়ান এবং অন্যান্যরা এই মামলায় পক্ষ হওয়ার জন্য আবেদন করেছিলেন। দরগা কমিটির তরফে আইনজীবী অশোক মাথুর মামলা খারিজ করার আবেদন জানান। অঞ্জুমান কমিটির আইনজীবী আশিস কুমার সিং সুপ্রিম কোর্টের একটি রায় উদ্ধৃত করে যুক্তি দিয়েছিলেন যে সুপ্রিম কোর্ট এ সম্পর্কিত বিষয়ে রায় না দেওয়া পর্যন্ত এই দাবি এগিয়ে যেতে পারে না। এদিকে, দরগা দিওয়ানের পুত্র নাসিরুদ্দিন আলীও খাজা সাহেবের বংশধর হিসাবে তার পরিবারের মর্যাদা দাবি করে দল হিসাবে অন্তর্ভুক্ত হওয়ার জন্য একটি আবেদন করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct