এম মেহেদী সানি, কলকাতা, আপনজন: স্থায়ী উপাচার্য পেল আলিয়া বিশ্ববিদ্যালয়। নতুন উপাচার্য হলেন ড. রফিকুল ইসলাম। শুক্রবার পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে।
গত বছর রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস অস্থায়ী ভিত্তিতে কেরালা ক্যাডারের অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার এম ওয়াহাবকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিয়োগ করেছিলেন। এবার এম ওয়াহাবের স্থানে স্থায়ী ভিত্তিতে স্থলাভিষিক্ত হলেন মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে (IIUM) অর্থনীতি ও ব্যবস্থাপনা বিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. রফিকুল ইসলাম।
আলিয়া বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. রফিকুল ইসলামের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে ‘আপনজন’ প্রতিনিধিকে তিনি বলেন, ‘রাজ্যের মানচিত্রে উল্লেখযোগ্য স্থানে থাকা আলিয়া বিশ্ববিদ্যালয়কে দেশের তথা বিশ্বের দরবারে তুলে ধরার চেষ্টা করব। আমাদের শিক্ষার্থীদের শুধু ডিগ্রি নয় মানুষ গড়ার শিক্ষা দেব, কোয়ালিটি এডুকেশন আমাদের মূল লক্ষ্য।’ প্রথম কাজ কি হবে ? প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম বলেন, ‘প্রথম কাজ হবে সামগ্রিক সার্ভে করা, প্রতিটি বিভাগের অধ্যাপক ছাত্রদের সঙ্গে বৈঠক করে তাদের অভাব অভিযোগ সমস্যার কথা জানবো।’ সমস্ত প্রতিবন্ধকতা পার করে বিশ্ববিদ্যালয়কে সাফল্যের শিখরে পৌঁছে দিতে টিম ওয়ার্ক এর মধ্যে দিয়ে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান নয়া উপাচার্য ড. রফিকুল ইসলাম। শিক্ষা পরিকাঠামো, সামগ্রিক মান উন্নয়ন নিয়ে উপাচার্য বলেন, ‘যা যেখানে আছে তা আরও উন্নত করা হবে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ক্ষেত্রে কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রী সকলের একটি ভিশন থাকা উচিত, আর তা নিষ্ক্রিয় হয়ে গেলে পুনরায় সক্রিয় করার চেষ্টা করব।’ সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পরিচিত আলিয়া বিশ্ববিদ্যালয়ের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে নির্দিষ্ট লক্ষ্য থাকবে বলেও জানান রফিকুল ইসলাম।
অনেকেই মনে করছেন একজন যোগ্য ব্যক্তিকেই আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেওয়া হল। জানা গেছে, রফিকুল ইসলাম ছোট থেকেই আধ্যাত্মিক প্রকৃতির। ছোট থেকেই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন। গ্রামের পরিবেশে বড় হয়েছেন তিনি। বাবা গ্রামের প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক থাকায় আর্থিক অসচ্ছলতা না থাকলেও গ্রামের ছেলেমেয়েদের পড়াশোনা, বেড়ে উঠার ক্ষেত্রে একাধিক প্রতিকূলতা, সমস্যা সম্পর্কে যথেষ্ট অবগত রয়েছেন রফিকুল বাবু। নদিয়া জেলার কৃষ্ণনগরের দুর্গাপুর গ্রামে ১৯৬৫ সালের ১লা জানুয়ারি জন্মগ্রহণ করেন রফিকুল ইসলাম। তাঁর মা ছিলেন গৃহবধূ। বাবা মায়ের তত্বাবধানে গ্রামের প্রাথমিক স্কুলেই পড়াশোনা করেন যেখানে রফিকুলের বাবাই ছিলেন প্রধান শিক্ষক। মাধ্যমিক পর্যন্ত পাশের গ্রামের তারকদাস মেমোরিয়াল হাইস্কুলেই পড়াশোনা। উচ্চ মাধ্যমিক পাশ করেন কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল থেকে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে শান্তিপুর কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। সাইকেল করেই প্রাথমিক শিক্ষার গণ্ডি অতিক্রম করেছেন রফিকুল। তবে ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত গণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সেখানে ‘ফার্স্ট ক্লাস ফার্স্ট’ হয়ে স্বর্ণপদক পুরস্কার পেয়ে সকলকে মুগ্ধ করেছিলেন গ্রাম থেকে উঠে আসা এই ছেলেটি। ১৯৯৬ সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, খড়গপুর থেকে পিএইচডি করেন। বর্তমানে, তিনি মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে অর্থনীতি ও ব্যবস্থাপনা বিজ্ঞান অনুষদে অধ্যাপক হিসেবে কাজ করছেন।
মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে তিনি দুই বছরের জন্য মাস্টার অফ ম্যানেজমেন্ট প্রোগ্রামের প্রধান এবং ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান হিসেবে দুই বছর দায়িত্ব পালন করেন । এছাড়াও তিনি একাডেমিক অ্যাফেয়ার্সের ডেপুটি ডিন হিসেবে তিন বছর এবং বিশ্ববিদ্যালয়ে কৌশলগত পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ বিভাগের ডেপুটি ডিন হিসেবে দেড় বছর দায়িত্ব পালন করেন ।
ড. রফিকুল ইসলাম আন্তর্জাতিক জার্নালে প্রায় ৪৫ টি গবেষণাপত্র প্রকাশ করেছেন। তিনি এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকার পাঁচটি মহাদেশের ২৫টি দেশ আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়েছেন এবং গবেষণাপত্র উপস্থাপন করেছেন। বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে রফিকুল ইসলামের। তিনি একাধিক বই প্রকাশ করেছেন, একাধিক বইয়ের সম্পাদনাও করেছেন। রফিকুল ইসলামের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, তিনি হাওড়ার মাধ্যমিক পাস একটি মেয়েকে বিবাহ করেন, পরবর্তীতে তাকে পিএইচডি’ও করিয়েছেন। তাদের তিনটি সন্তানও রয়েছে। সব মিলিয়ে আলিয়া বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. রফিকুল ইসলাম তৎপরতায় সমস্ত বাধা কাটিয়ে আলিয়া বিশ্ববিদ্যালয়ের গৌরব আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন শিক্ষানুরাগী এবং আলিয়া বিশ্ববিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct