জিয়াউল হক , শ্রীরামপুর, আপনজন: মেয়েটা তখন ওটিপি খুঁজতে ব্যস্ত, সটান ঢুকে পড়েন ডেলিভারি বয়. ফাঁকা ঘরে সেই মুহূর্তের কথা শুনে ভয়ে স্তব্ধ শ্রীরামপুরের সাংসদও, বাড়িতে কেউ না থাকার সুযোগে পার্সেল দিতে এসে ১৫ বছরের নাবালিকা কে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল এক ডেলিভারি বয়ের বিরুদ্ধে।
বুধবার ঘটনাটি ঘটেছে শ্রীরামপুর থানার মাহেশ চত্বরে।নাবালিকার পরিবারের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরেই পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত ডেলিভারি বয় কে গ্রেপ্তার করে।বৃহস্পতিবার শ্রীরামপুর আদালতে অভিযুক্ত ডেলিভারি বয় কে হাজির করা হয়।পুলিশ জানিয়েছে ধৃতের বাড়ি মাহেশে।সেখানে পরিবার নিয়ে থাকলেও আদি বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনাতে।পকসো ধারায় মামলা রজু হয়েছে। নাবালিকার ডাক্তারি পরীক্ষা হয় এ দিন।
পুলিশ জানিয়েছে বুধবার বিকেলে মাহেশ চত্বরে নিজের বাড়িতেই ছিল নাবালিকা।
পার্সেল দেওয়ার নাম করে ডেলিভারি বয় আসতেই দরজা খুলে দেয় নাবালিকা।বাড়িতে কেউ আঁচ করে নাবালিকার সঙ্গে দোতলার সিঁড়ি দিয়ে উঠে যায় ডেলিভারি বয়।তারপর শ্লীলতাহানি করে।নাবালিকা চিৎকার করতে চম্পট দেয় ডেলিভারি বয়।রাতে পুলিশের কাছে অভিযোগ করার পরেই পুলিশ অভিযুক্ত কে গ্রেপ্তার করে।
এই ঘটনায় নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোষ্ট করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন এই ধরনের ঘটনায় অভিভাবকদের সতর্ক হয়ে বাড়ির শিশু ও নাবালিকাদের রক্ষা করতে হবে। পুলিশের ভূমিকায় সন্তোষ প্রকাশ করে ধন্যবাদ জানান সাংসদ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct