আসিফ রনি , বহরমপুর, আপনজন: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে স্লোগানে মুখরিত হয়ে উঠল বহরমপুর শহর। পাশাপাশি বাতিল ওবিসি সার্টিফিকেটের পুনর্বহাল ও ওয়াকফ বিল বাতিলের দাবিতেও উঠল আওয়াজ। ওবিসি সংরক্ষণ অধিকার রক্ষা মঞ্চের উদ্যোগে হাইকোর্টের নির্দেশে বাতিল হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেটের পুনর্বাহাল ও কেন্দ্র সরকারের প্রস্তাবিত ওয়াকফ বিল বাতিলের দাবিতে অনুষ্ঠিত হল সভা ও মিছিল। গোটা জেলার প্রায় ১৫টি সংগঠন নিয়ে তৈরি হয়েছে । এপিডিআর মুর্শিদাবাদ জেলা কমিটি সহ আরও কিছু সংগঠনকে নিয়ে এই মঞ্চ তৈরি হয়। অবস্থান ও মিছিলে জেলার প্রায় ১৪ টি ব্লক থেকে মানুষ অংশগ্রহণ করে।
বৃহস্পতিবার বহরমপুর টেক্সটাইল মোড়ে এ দিনের সভাশেষে আয়োজন করা হয় মিছিলের। বিভিন্ন জায়গা পরিক্রমা করে সভাস্থলে শেষ হয় এদিনের কর্মসূচি। উল্লেখ্য হাইকোর্টের নির্দেশে বাতিল হয়েছে কয়েক লক্ষ ওবিসি সার্টিফিকেট। সেই সমস্ত অফিসের সার্টিফিকেটের পুনর্বহালেল দাবিতে কেস চলছে সুপ্রিম কোর্টে। ইতিমধ্যে তীব্র প্রতিবাদের ঝড় উঠেছে বিভিন্ন প্রান্তে। অন্যদিকে কেন্দ্র সরকারের প্রস্তাবিত ওয়াকফ বিল বাতিলের দাবিতে পুরো দেশ জুড়ে আওয়াজ উঠছে। এবার শহর বহরমপুরে আওয়াজ তুলল ওবিসি সংরক্ষণ অধিকার রক্ষা মঞ্চ। এদিনের সভা ও মিছিল থেকে একদিকে যেমন বাতিল হওয়া ওবিসি সার্টিফিকেট পুনর্বহালের দাবীতে আওয়াজ উঠতে থাকে তেমনি ভাবে কেন্দ্র সরকারের প্রস্তাবিত ওয়াকফ বিল বাতিলের দাবিতেও আওয়াজ উঠতে থাকে। অভিযোগ ,কেন্দ্র সরকার হাতিয়ে নিতে চাচ্ছে মুসলিমদের সম্পত্তি। অন্যদিকে সম্প্রতি পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডঃ বি আর আম্বেদকর কে নিয়ে মন্তব্যের জেরে তীব্র ধিক্কার উঠতে থাকে। দাবি উঠে অমিত শাহের পদত্যাগ। অমিত শাহের এ মন্তব্য সংবিধানের প্রস্তুতকারক ডঃ বি আর আম্বেদকর কে কটুক্তি ও অপমান করা হয়েছে বলে প্রতিবাদী স্লোগান উঠতে থাকে। দাবি করা হয় অমিত শাহকে ক্ষমতা চাইতে হবে এবং পদত্যাগের। সমাবেশে অন্যান্যদের বক্তব্য রাখেন এপিডিআর মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক রাহুল চক্রবর্তী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct