রাকিবুল ইসলাম , হরিহরপাড়া, আপনজন: প্রতি বছরের ন্যায় এ বছরও রয়্যাল অ্যাকাডেমি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হল। মঙ্গলবার বেলা ১১ টা নাগাদ শুরু হয় অষ্টম তম বর্ষ ক্রীড়া প্রতিযোগিতা। এদিনের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করেন বিধায়ক নিয়ামত শেখ। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার হরিহরপাড়া ফুটবল ময়দানে দিনভর খেলাধুলো অনুষ্ঠানে মাতলো ছোট ছোট ছাত্র-ছাত্রীরা। ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয় অংক দৌড়, একশো মিটার দৌড় প্রতিযোগিতা, অরেঞ্জ দৌড় পটেটো দৌড় প্রতিযোগিতা , অভিভবোক দের জন্য আকর্ষণীয় ক্রীড়া প্রতিযোগিতা।
এই ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারী দের পুরস্কৃত করা হয়। খেলা পরিচালনার জন্য ছিলেন শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবক অভিভাবিকারা। আজকের এই ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন হরিহরপাড়া বিধানসভার বিধায়ক নিয়ামত শেখ, হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর, হরিহরপাড়া বনভূমি কর্মাধ্যক্ষ আহতাব উদ্দিন শেখ, পঞ্চায়েত সমিতির দলনেতা জয়নাল আবেদীন, বিশিষ্ট সমাজসেবী সাপিনুল বিশ্বাস, স্কুলের কর্ণধর মীর মাইনুদ্দিন, ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। রয়্যাল একাডেমি স্কুলের কর্ণধর মীর মইনুদ্দিন বলেন লেখাপড়ার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মোবাইল থেকে বেরিয়ে আসার জন্য খেলাধুলা অবশ্যই দরকার, এবং শরীর স্বাস্থ্য মানসিক বিকাশ ঘটানোর জন্য খেলাধুলো আবশ্যিক। তাই প্রতি বছরের মত এবছরও ৭৫টি প্রতিযোগিতামূলক ক্রীড়া আয়োজন করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct