আব্দুস সামাদ মন্ডল , বাঁকুড়া, আপনজন: পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে মাদ্রাসার ছাত্র ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও শরীর শিক্ষা বিষয়ে উন্নয়নের লক্ষ্যে , মাদ্রাসা শিক্ষা ব্যাবস্থাকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়ার জন্য রাজ্য জুড়ে যে কর্মযজ্ঞ শুরু হয়েছে, তারই অঙ্গ হিসাবে অনুষ্ঠিত হল ১৫ তম মাদ্রাসা গেমস এ্যান্ড পোর্সমিট ২০২৪-২৫ বাঁকুড়া স্টেডিয়ামে।
জাতীয় পতাকা উত্তোলন জাতীয় সংগীত ও মশাল জ্বালিয়ে সঙ্গে শপথ বাক্য পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
জেলার অন্তর্গত বিভিন্ন ধরনের মোট ১৯ টি মাদ্রাসার ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে ৬০ টা ইভেন্টে ছাত্র ছাত্রীর সংখ্যা ছিল চার শতাধিক
উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা অতিরিক্ত জেলাশাসক অরিন্দম বিশ্বাস, বাঁকুড়া ডিআই পিজুস কান্তি বেরা, জেলা মাইনোরিটি আধিকারিক ধ্রুবপদ সান্ডিল্য প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষা কর্মাধ্যক্ জেলা পরিষদ সৈয়দ হবিবুর রহমান, বগডহরা সিদ্দিকীয়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক মিরাজুল ইসলাম। তিনি বলেন “মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে ধন্যবাদ জানাচ্ছি মাদ্রাসার ছাত্রছাত্রীদের খেলার ব্যাবস্থা করে দেওয়ার জন্য”
রাজ্য মাদ্রাসা গ্রেমস এন্ড স্পোর্টস এর বাঁকুড়া জেলার প্রতিনিধি মাওলানা মোঃ ইনসান আলি খান বলেন, “মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নের সাথে সাথে মাদ্রাসা পড়ুয়া ছেলে মেয়েদের খেলাধুলার জগতেও উচ্চ আসনে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা কে সাধুবাদ জানিয়েছেন”
বাঁকুড়া জেলা মাদ্রাসা গেমস্ এন্ড স্পোর্টস এর প্রধান কার্তিক বাবুর নেতৃত্বে ৪২ জন পরিচালকের তত্ত্বাবধানে এবং বাঁকুড়া পৌরসভা স্বাস্থ্য বিভাগের সর্বত্র সহযোগিতায় এই ক্রীড়া ানুষ্ঠান হয়।। ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন জেলার মাদ্রাসা গুলির প্রধান শিক্ষক ও শিক্ষিকাগনরা।
বিভিন্ন মাদ্রাসার ছাত্র ছাত্রীদের উপস্থিতিতে এক আনন্দময় উৎসবে পরিনত হয় বলে জানান কর্মকর্তারা।
সমগ্র অনুষ্ঠানটির ঘোষকের দায়িত্ব পালন করেন বাঁকাদহ হাইস্কুলের সহকারী শিক্ষক স্বরুপ বাবু।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct