সেখ রিয়াজুদ্দিন ও আজিম শেখ , বীরভূম, আপনজন: ভারতবর্ষের সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকর। সেই সংবিধানের ৭৫ বছরের গৌরবময় যাত্রা নিয়ে সরকারি ভাবে জবাবি ভাষনের দায়িত্বে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংসদের সেখানেই আম্বেদকর কে নিয়ে বিতর্কের জেরে সৃষ্টি হয় উত্তেজনা। ভারতের সংবিধান প্রণেতা বাবাসাহেব ভীমরাও আম্বেদকর কে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বেফাঁস মন্তব্য ঘিরে তোলপাড় হয়ে ওঠে সমগ্র দেশ। সেদিন সংসদেও দফায় দফায় মুলতবি হয় সংসদের দুই কক্ষে। বিরোধী সাংসদরা ক্ষোভে ফেটে পড়েন। সেই প্রতিবাদের ঝড় দেশের অন্যান্য স্থানের ন্যায় বৃহস্পতিবার বীরভূম জেলার মধ্যেও দেখা যায়। এদিন রামপুরহাট পাঁচমাথা মোড়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কুসপুত্তলিকা দাহ করা হয় বামফ্রন্টের পক্ষ থেকে। বিক্ষোভকারীদের বক্তব্য দেশের সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকর সম্পর্কে ভারতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে আজকের ধিক্কার সভা এবং স্বারাষ্ট্রমন্ত্রীর কুশপুতুল দাহ করা হলো। ধিক্কার সভায় বক্তব্য রাখেন বামফ্রন্টের পক্ষ থেকে সঞ্জীব মল্লিক, অমিতাভ সিং, সৌগত রায়, শিবদাস লেট। সভাপতিত্ব করেন কেনিজ রবিউল ফাতেমা। অন্যদিকে আম্বেদকর কে অপমান ও রাহুল গান্ধীর নামে মিথ্যা মামলার প্রতিবাদে রামপুরহাট ভাড়শালা মোড়ে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন জাতীয় কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি তথা প্রাক্তন বিধায়ক মিল্টন রশিদ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct