মোল্লা মুয়াজ ইসলাম , বর্ধমান, আপনজন: পূর্ব বর্ধমান জেলার প্রোগ্রেসিভ নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের অষ্টম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল বর্ধমান শুভাঙ্গন বিয়ে বাড়িতে। জেলার বেসরকারি নার্সিংহোম ও হাসপাতালের মালিকরা একত্রিত হয়ে এই সম্মেলনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণের বিধায়ক খোকন দাস, পূর্ব বর্ধমানের সিএমওএইচ জয়রাম হেমরম, জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মদক্ষ বিশ্বনাথ রায়, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, সংগঠনের রাজ্য সম্পাদক কানাইলাল দাস এবং রাজ্য চেয়ারম্যান শেখ আলহাজ উদ্দিন।
সম্মেলনে বক্তারা সংগঠনের সাফল্য কামনা করেন এবং রাজ্যের স্বাস্থ্য সাথী প্রকল্পে তাদের উল্লেখযোগ্য ভূমিকার প্রশংসা করেন। পিএনএইচএ সারা বছর সামাজিক কর্মকাণ্ড, যেমন রক্তদান শিবির, বৃক্ষরোপণ, এবং বস্ত্র বিতরণে নিয়োজিত থাকে। রাজ্য চেয়ারম্যান শেখ আলহাজ উদ্দিন সরকারের সঙ্গে সহযোগিতার গুরুত্ব তুলে ধরে অসৎ ও অবৈধ কাজের বিরুদ্ধে কঠোর অবস্থান জানান।
এই সম্মেলনে সংগঠনের নতুন জেলা কমিটি গঠন করা হয়, যেখানে সম্পাদক, সভাপতি, কোষাধ্যক্ষসহ বিভিন্ন পদে নতুন সদস্য নির্বাচিত হন। অনুষ্ঠানে প্রত্যেক সদস্যকে উত্তরীয় পরিয়ে সম্মানিত করা হয়। বিভিন্ন মেডিকেল কোম্পানি তাদের স্টল স্থাপন করে অনুষ্ঠানের অংশ নেন।
পিএনএইচএ-র কর্মকাণ্ডে সদস্যদের উদ্দীপনা এবং সহযোগিতা ছিল চোখে পড়ার মতো।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct