মোহাম্মদ জাকারিয়া , করণদিঘি, আপনজন: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রানি গঞ্জ গ্ৰাম পঞ্চায়েতের দোমহনা সুধানী নদীর পাড়ে শ্মশান ঘাট, চুল্লি শেড এবং রাস্তা নির্মাণ কাজের শিলান্যাস হল। বুধবার করণদিঘির বিধায়ক গৌতম পাল একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন।
শ্মশান কমিটির সভাপতি মনীন্দ্র নাথ সিংহ জানিয়েছেন, ২০১৭ সালের বন্যায় সুধানী নদীর পাশের শ্মশান চুল্লি ভেঙে যাওয়ার পর থেকে তা আর সংস্কার করা হয়নি। বর্ষা মৌসুমে মৃতদেহের সৎকারে ব্যাপক সমস্যা তৈরি হত। দীর্ঘদিন ধরে এলাকাবাসী এই সমস্যার সমাধানের জন্য বিডিও অফিস ও বিধায়কের কাছে দাবি জানিয়ে আসছিলেন।
অবশেষে বিধায়কের প্রচেষ্টায় এই চুল্লি ও ঘাট নির্মাণের কাজ শুরু হতে চলেছে।
বিধায়ক গৌতম পাল জানিয়েছেন, প্রায় ৬৮ লক্ষ ৯৭ হাজার টাকা ব্যয়ে শ্মশান চুল্লি, ঘাট ও পানীয় জলের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো নির্মাণ করা হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করণদিঘির বিডিও, আইসি, শ্মশান কমিটির সদস্য ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এলাকাবাসীর মতে, এই প্রকল্প শুধু এলাকার উন্নয়নেই নয়, বরং মানবিকতার সেবায় একটি বড় পদক্ষেপ। শ্মশানের আধুনিকীকরণে এলাকার ঐতিহ্য ও পরিবেশও বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct