রফিকুল হাসান , কলকাতা, আপনজন: সংখ্যালঘু অধিকার দিবস পালন করল সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন। কলকাতার সেক্সপিয়ার সরণীর এক লাইব্রেরি সভাগৃহে এই দিনটিকে সামনে রেখে আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তব্য রাখতে গিয়ে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান বলেন বিশ্বের সব দেশেই এই দিনটি পালিত হয়। কিন্তু বিশ্বের মধ্যে হয়তো একমাত্র ভারতবর্ষে সবচেয়ে বেশি সংখ্যালঘুরা নির্যাতিত। এদেশের মুসলমানরা স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারছেন না। কিন্তু সংখ্যা গুরুদের অবাধ ধর্মীয় স্বাধীনতা রয়েছে। আজকের এই দিনে ভারতবর্ষ যে সেক্যুলার কান্ট্রি, তার সংজ্ঞা হারাচ্ছে বলে তিনি বিস্ময় প্রকাশ করেন। তাঁর আক্ষেপ, কেন্দ্রীয় মন্ত্রী সংবিধানকে সামনে রেখে শপথ নেওয়ার পরও বলছেন তিনি মুসলমানদের চাকরি দেবেন না! তারপরেও তিনি মন্ত্রিত্ব নিয়ে থাকছেন। এটা কোন ভারতবর্ষ, এটা কিভাবে সবকা সাথ সবকা বিকাশ? বলে তিনি প্রশ্ন তোলেন। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের একজিকিউটিভ মেম্বার মাওলানা আবু তালিব রহমানি বলেন, সারা দেশে সংখ্যালঘুদের খুব করুণ অবস্থা। এছাড়া আরো উপস্থিত ছিলেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সভাপতি আনোয়ার হোসেন কাশেমী,
ইঞ্জিনিয়ার সালাউদ্দিন আহমেদ, খলিল মল্লিক, ডা. মনিরুল ইসলাম, শিক্ষক আলি আকবর, গোলাম রহমান, গফুর আলি প্রমুখ।
সবশেষে বিশ্ব শান্তি কামনায় দোয়া করেন মাওলানা আবু তালিব রহমানি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct