নিজস্ব প্রতিবেদক , হাওড়া, আপনজন: বুধবার হাওড়া জেলার উলুবেড়িয়ার মৌবেশিয়া মাদ্রাসা প্রাঙ্গণেআন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস পালন করল অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন। “সংখ্যালঘুদের অবস্থান”এর উপর এক সেমিনারের আয়োজন করেছিল। বিভিন্ন বক্তা তাদের বক্তব্যে নানা দাবি তুলে দরেন।
তার মধ্যে অন্যতম হল: ওবিসি সার্টিফিকেট রাজ্যের মানুষ যাতে করে সহজে পায় তার ব্যবস্থা করতে হবে, এমএসকে-এসএসকে সমূহ কে মাদ্রাসা শিক্ষা পর্ষদের অন্তর্ভুক্ত করতে হবে, কর্মরত অবস্থায় মারা গেলে মৃতদের যোগ্য পোষ্যদের চাকরি দিতে হবে, পেনসন চালু করতে হবে, মনিপুরে খ্রিস্টান সম্প্রদায়ের উপর আক্রমণ বন্ধ করে শান্তির পরিবেশ তৈরি করতে হবে, হুগলি গভঃ মাদ্রাসায় ১৯৩১ সালের বেঙ্গল এডুকেশন কোর্ড অনুযায়ী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে, এই হুগলি মাদ্রাসার কোন পরিবর্তন, পরিবর্ধন,পরিবর্জন করতে হলে বিধান সভায় বিল এনে বিশেষ এক্টে পাশ করিয়ে করতে হবে, ওয়াকফের আয় থেকে ইমাম ও মোয়াজ্জেন ভাতা বৃদ্ধি করে ন্যূনতম পনেরো হাজার টাকা ও দশ হাজার টাকা করতে হবে. রাজ্যের জবরদখল ওয়াকফ সম্পত্তি উদ্ধার করার জন্য রাজ্য সরকার কে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতে হবে, কেন্দ্রীয় সরকারের নয়া ওয়াকফ বিল বাতিল করতে হবে প্রভৃতি। সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু আফজাল জিন্না। সুচারুভাবে সঞ্চালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক নাজিবুল হক মল্লিক। বক্তব্য রাখেন বঙ্গীয় খ্রিস্টীয়য় পরিষদের রাজ্য সম্পাদক সঞ্জিত সানি ও জয়েন্ট সেক্রেটারি ডক্টর ইমানুয়েল সিং, শিক্ষাবিদ বাওজুল হোসেন, ইউসা আব্বাসী, এস ডি পি আই নেতা তায়েদুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির সেখ মেহবুব আহমেদ, আইনজীবী আব্দুল মোমেন, মৌলানা নজরুল ইসলাম, রফিকুল ইসলাম প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct