নিজস্ব প্রতিবেদক , নন্দীগ্রাম, আপনজন: প্রকাশ্য দিবালোকে সরকারি গাছ চুরির অভিযোগ নন্দীগ্রামে। দুষ্কৃতি আটক পুলিশের হাতে, সমাজ মাধ্যমে ভাইরাল সেই ভিডিও,গাছ চুরি ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা।
স্থানীয় সূত্রে জানা গেছে, নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা।
এলাকাবাসীর অভিযোগ, বেশ কিছুদিন ধরেই রেয়াপাড়া - ঘোল পুকুর রাজ্য সড়কের পাশে বেশ কিছু সরকারি গাছ চুরি হয়ে যাচ্ছে। অনেককেই গাছ কাটতে দেখা যাচ্ছে দিনের বেলা। গত ১৬ ই ডিসেম্বর দুপুর নাগাদ সরকারি গাছ কেটে নিয়ে পালানোর সময় কয়েক জন দুষ্কৃতিকে হাতেনাতে ধরে ফেলে নন্দীগ্রাম থানার পুলিশ। পুলিশ গাছ আটক করেছে এমন ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়। শোরগোল পড়ে যায় গোটা এলাকায়।
এই গাছ চুরির ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।সম্প্রতি ২০২১ এর পঞ্চায়েত নির্বাচনে বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত দখল করেছে বিজেপি। তাই বিজেপির লোকেরাই গাছ চুরি করছে এমন অভিযোগ তুলছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
অপরদিকে তৃণমূল কংগ্রেসের তোলা অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে বিজেপি ।উল্টে তৃণমূলের দিকেই অভিযোগের আঙ্গুল তুলছে বিজেপি।
প্রকাশ্যে সরকারি গাছ চুরির অভিযোগ, ইঞ্জিনভেনে গাড়ি গাড়ি গাছ নিয়ে পালানোর অভিযোগ।আগামী দিনে কতটা শক্ত হাতে দমন করতে পারবে স্থানীয় প্রশাসন সেটাই এখন দেখার বিষয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct