নিজস্ব প্রতিবেদক , কলকাতা, আপনজন: বুধবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক আরবি ভাষা দিবস উদযাপন করা হয়। ইউনেস্কো ২০১০ সালের ১৮ ডিসেম্বর আরবি ভাষা দিবস পালনের স্বীকৃতি প্রদান করে, এবং সেই থেকে দিনটি বিশ্বব্যাপী ‘বিশ্ব আরবি ভাষা দিবস’ হিসেবে উদযাপিত হয়ে আসছে। এই দিবসটি আরবি ভাষার সমৃদ্ধ সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরার পাশাপাশি ভাষাটির বৈশ্বিক অবদানকে সম্মান জানানোর উদ্দেশ্যে পালিত হয়।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের আরবি ও ফারসি বিভাগের উদ্যোগে এবং শিক্ষক ও ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। মরহুম ডঃ মোঃ বদিউর রহমান (প্রাক্তন অধ্যাপক ও প্রধান, আরবি ও ফারসি বিভাগ, কলকাতা বিশ্ববিদ্যালয়) এবং মরহুম ডঃ সৈয়দ মানাল শাহ আলকাদরী (প্রাক্তন অধ্যাপক ও প্রধান, আরবি ও ফারসি বিভাগ, প্রাক্তন ডিন, কলা অনুষদ, কলকাতা বিশ্ববিদ্যালয়)-এর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে এই দিবসের মূল অনুষ্ঠান সাজানো হয়।
অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন ডঃ মোঃ মাসিহুর রহমান, যিনি আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডিন এবং আরবি বিভাগের অধ্যাপক ও প্রধান ছিলেন। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উদ্বোধনী বক্তব্য প্রদান করেন আরবি ও ফারসি বিভাগের বর্তমান প্রধান ড. সাগীর আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্বরা, যাঁদের মধ্যে অন্যতম ছিলেন সরকারি বালিকা জেনারেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ ডঃ সৈয়দা শরীকাতুল মাওলা আলকাদরী, আরবি বিভাগের সিনিয়র অধ্যাপক ড. মুহাম্মদ ইশারাত আলি, ড. আশরাফ আলি, এবং ডঃ মোঃ শামসুদ্দিন মল্লিক। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ছাত্রছাত্রীদের পরিবেশিত হামদ, নাত, এবং মানকাবাত, যা অনুষ্ঠানের পরিবেশকে আরও গভীর ও অর্থবহ করে তোলে।
এই মনোজ্ঞ অনুষ্ঠানটি আরবি ভাষার প্রতি শ্রদ্ধা এবং এর সাংস্কৃতিক গুরুত্বকে তুলে ধরার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে। অনুষ্ঠানের শেষ পর্বে, বিশেষ দোয়া পরিচালনা করেন ড. মসিউর রহমান।
অনুষ্ঠানের মাধ্যমে আরবি ভাষার বিশ্বজনীনতা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং শিক্ষাগত গুরুত্ব নতুনভাবে উপস্থাপিত হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct