জে হাসান ও সাইফুল লস্কর , বারুইপুর, আপনজন: বাড়িতে কেবল লাইনের তার নিয়ে আসাকে কেন্দ্র করে বচসার জেরে ২০১৩ সালের ১৪ আগস্ট রাত আটটার সময় আচমকাই জেঠিমা প্রমীলা সর্দারকে ধারালো দা দিয়ে কোপানোর অভিযোগ ওঠে প্রমীলা দেবীর দেওর হারাধন সর্দারের ছেলে সাহেব সর্দারের বিরুদ্ধে। ওই দিনই হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় মৃত্যু হয় প্রমীলা দেবীর।সেই খুনের ঘটনায় মূল অভিযুক্ত সাহেব সর্দার, সাহেব সরদারের বাবা,মা,বোন ও দাদার নামেও অভিযোগ দায়ের করা হয় জয়নগর থানায় ।অবশেষে বৃহস্পতিবার সেই খুনের ঘটনায় বারুইপুরে ফাস্ট ট্রাক কোর্টের বিচারক কৃষ্ণেন্দু সরকার মূল অভিযুক্ত সাহেব সর্দারকে আজীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। সেই সঙ্গে ৫০০০ টাকাও জরিমানা করেছেন।একই সঙ্গে এই ঘটনায় অভিযুক্ত বাকি ৪ সদস্যকে বেকসুর খালাস ঘোষণা করা হয়েছে।বুধবারই আদালতে বিচারক দোষী সাব্যস্ত করেছিল সাহেব সর্দারকে।বৃহস্পতিবারের এই রায় ঘোষনায় খুশি মৃতের পরিবার।সরকারি আইনজীবী রথীন্দ্রনাথ নস্কর জানিয়েছেন, ৩২৩, ৩০৭, ৩০২, ও ৩৪ আইপিসি ধারায় মামলা দায়ের হয়েছিল। ১৪ জন সাক্ষীর সাক্ষ্যদানের মাধ্যমেই মৃতের পরিবারকে ন্যায়বিচার দেওয়া সম্ভব হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct