আপনজন ডেস্ক: ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি নিয়ন্ত্রিত সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। জ্বালানি ও তেল স্থাপনা ছাড়াও ইয়েমেনের একটি বন্দরে ইসরায়েলি বাহিনী হামলার দাবি করেছে। বৃহস্পতিবার সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এর আগে বুধবার ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথি যোদ্ধারা। ওই হামলার পাল্টা জবাব দিতে ইয়েমেনে হামলা শুরু করেছে ইসরায়েল। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের রাজধানী সানা এবং বন্দর নগরী হোদেইদাহে দফায় দফায় হামলা চালিয়েছে ইসরায়েল। সানায় দুইটি কেন্দ্রীয় জ্বালানি স্থাপনা এবং হোদেইদাহে একটি তেল স্থাপনায় লক্ষ্য করে ব্যপক হামলা চালানো হয়েছে। হুথি সমর্থীত গণমাধ্যম আল-মাসিরা টিভি জানিয়েছে, ইয়েমেনের রাজধানী সানা এবং বন্দর শহর হোদেইদাহতে একের পর এক বিমান হামলা চালানো হয়েছে। সানায় অবস্থিত দুটি কেন্দ্রীয় বিদ্যুৎকেন্দ্র এবং হোদেইদাহতে বন্দরকে লক্ষ্য করে চার দফা হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এসব হামলায় কী পরিমাণে ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি ইয়েমেন। এদিকে ইসরায়েলি বাহিনীর দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, হুথি যোদ্ধাদের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইসরায়েলকে লক্ষ্য করে হুথির ছোড়া ক্ষেপণাস্ত্রের কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলি বাহিনী ইয়েমেনে পাল্টা এই আক্রমণ চালালো।গত বছরের অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এই যুদ্ধ শুরুর পর থেকে ইরান সমর্থিত এই হুথি গোষ্ঠী অন্তত ১০০টি পণ্যবাহী জাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে। সেই সঙ্গে ইসরায়েলও হামলা চালাচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct