আপনজন ডেস্ক: বিরাট কোহলিকে জনপরিসরে দেখা যাচ্ছে আর কেউ ছবি তুলছে না—এমনটা প্রায় অসম্ভব। অস্ট্রেলিয়ার মতো ক্রিকেট-জনপ্রিয় দেশে তো আরও নয়। আজ তেমনই এক ঘটনায় বেশ খেপেই গেছেন ভারতের তারকা ক্রিকেটার। তর্কে জড়িয়েছেন এক সাংবাদিকের সঙ্গে।
ঘটনাটি ঘটেছে মেলবোর্ন বিমানবন্দরে। ভারত ক্রিকেট দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে থাকা কোহলি আজ ব্রিসবেন থেকে মেলবোর্নে পৌঁছালে বিমানবন্দরেই মেজাজ হারান। পরিবার নিয়ে বেরিয়ে যাওয়ার সময় অস্ট্রেলিয়ান সাংবাদিকেরা ক্যামেরায় ধারণ করেছেন, এমন অভিযোগে তাঁদের ওপর খেপে যান কোহলি। চ্যানেল সেভেনের ভিডিওতে দেখা যায়, এক নারীর সঙ্গে ক্ষিপ্ত গলায় কথা বলছেন ভারতের সাবেক অধিনায়ক। জবাব দিচ্ছিলেন ওই নারীও। কথা শেষ করে চলে যাওয়ার সময় কোহলি চ্যানেল সেভেনের ক্যামেরার সামনে বলেন, ‘সঙ্গে বাচ্চাদের নিয়ে আমার ব্যক্তিগত পরিসর আছে। অনুমতি ছাড়া ছবি তুলছেন কেন?’
মেলবোর্ন বিমানবন্দরে অস্ট্রেলিয়া দলও ছিল। সেখানে অস্ট্রেলিয়ান পেসার স্কট বোল্যান্ডের সঙ্গে কথা বলছিলেন সাংবাদিকেরা। পেছন দিয়ে কোহলিকে বেরিয়ে যেতে দেখলে কয়েকজন তাঁর দিকে ক্যামেরা তাক করেন। যেটা দেখে বিরক্ত হন কোহলি। চ্যানেল সেভেনের খবরে বলা হয়, পুরো ঘটনা ভুল–বোঝাবুঝি। কোহলি তাঁর পরিবারের ছবি তোলা হচ্ছে মনে করে ক্ষুব্ধ হলেও আদতে ব্যাপারটা এমন ছিল না। তাঁর পরিবারের সদস্যদের ছবি তোলার চেষ্টা করেননি কেউ। বিষয়টা কোহলিকে বুঝিয়ে বলার পর তিনি শান্ত হয়েছেন। অস্ট্রেলিয়া সফরে কোহলির সঙ্গে আছেন স্ত্রী আনুশকা শর্মা এবং দুই সন্তান ভামিকা ও আকায়। এর মধ্যে এ বছরের ফেব্রুয়ারিতে জন্ম নেওয়া ছেলে আকায়কে প্রচারের আলো থেকে একদমই দূরে রেখেছেন কোহলি-আনুশকা। বিভিন্ন সময় সংবাদমাধ্যমকে অনুরোধ করেছেন, তাঁদের সন্তানদের ছবি যেন না তোলা হয়। নিজেরাও সন্তানদের ছবি প্রকাশ্যে আনেন না তাঁরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct