উম্মার সেখ , কান্দি, আপনজন: সংখ্যালঘু অধিকার দিবস উপলক্ষে বিশেষ সচেতনতা সভা অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের কনফারেন্স হলে। বড়ঞা থানার ভারপ্রাপ্ত অধিকারী এর উদ্যোগে ও বড়ঞা ব্লকের বিডিওর পক্ষ থেকে আজকের এই সচেতনতা শিবিরে উপস্থিত হয়েছিলেন অল বেঙ্গল ইমাম সংগঠনের রাজ্য ও জেলা স্তরের প্রতিনিধি সহ বঙ্গীয় পুরোহিত সমাজের জেলা স্তরের প্রতিনিধি কান্দি মহকুমা পুলিশ আধিকারিক থেকে বড়ঞা ব্লকের সমস্ত ইমাম ও পুরোহিতরা। মূলত সংখ্যালঘু অধিকার দিবস উদযাপন উপলক্ষেই আজকের এই কর্মসূচি এ আয়োজন হয়েছিল সরকারিভাবে। সাম্প্রতিক সময় ঘটে চলা ওপার বাংলার বিভিন্ন ঘটনা ও আমাদের রাজ্য ও এই জেলায় বাল্যবিবাহ রোদের উদ্দেশ্যে একাধিক সচেতনতামূলক বার্তা প্রদান করা হয় এদিনের এই অনুষ্ঠান থেকে পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় চলা বিভিন্ন সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য থেকে দূরে থাকার আবেদন জানালেন প্রশাসনিক আধিকারিকেরা।
প্রসঙ্গত ১৮ ডিসেম্বর জাতীয় সংখ্যালঘু অধিকার দিবস হিসাবে মনোনীত, ভারত তথা বিশ্বজুড়ে এইদিনটি বিশেষ তাৎপর্য ও গুরুত্ব বহন করে। এদিন সংখ্যালঘুদের নিরাপত্তাসহ নারীদের অধিকার এবং বাল্যবিবাহ, শিশুশ্রম, নেশামুক্ত সমাজ সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন কান্দির এসডিপিও শাসরেক আম্বেদকর, বড়ঞা থানার ওসি অতনু দাস, বিডিও গোবিন্দ দাস, অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন রাজ্য সম্পাদক নিজামুদ্দীন বিশ্বাস, বঙ্গীয় পুরোহিত সমাজের পক্ষ থেকে প্রদীপ চক্রবর্তী প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct