নিজস্ব প্রতিবেদক , গোবরডাঙ্গা, আপনজন: উত্তর ২৪ পরগণা জেলার হাবড়া-১ ব্লকের ঝনঝনিয়াতে আল-কোরআন একাডেমীর পরিচালনায় বিশ্বনবী দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো আলোচনা সভা, ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান, ওয়াকফ সচেতনতা সভা, বস্ত্র বিতরণ ও প্রশ্নোত্তর প্রতিযোগিতা ।
দুদিন ব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে রবিবার প্রথম দিন পবিত্র কবর জিয়ারতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর এলাকার দরিদ্র অসহায় মানুষের হাতে নতুন বস্ত্র ও শীত বস্ত্র তুলে দেওয়া হয়। এ দিন হামদ, নাত, গজল পরিবেশন করে নাতে মদিনা শিল্পীগোষ্ঠী। সোমবার অনুষ্ঠানের দ্বিতীয় দিন প্রশ্নোত্তর প্রতিযোগিতার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। ইসলামিক ও জেনারেল বিষয়ে সর্বসাধারণ বিভাগে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ২০২৩ সালের দাদাগিরি চ্যাম্পিয়ন মইনুদ্দিন চিশতির দল। প্রশ্নোত্তর প্রতিযোগিতা সঞ্চালনা করেন বিশিষ্ট সাংবাদিক ও ক্যুইজ মাস্টার এম মেহেদী সানি। প্রস্তাবিত ওয়াকফ সংশোধনী বিল ২০২৪ প্রত্যাহারের দাবিতে বিশ্ব নবী দিবসের এই অনুষ্ঠানে ওয়াকফ সচেতনতা সভাও অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন প্রোগ্রেসিভ ইউথ ফাউন্ডেশনের রাজ্য সভাপতি তথা বিশিষ্ট শিক্ষক সিয়ামত আলী, সিরাত ওয়েলফেয়ার এন্ড এডুকেশনাল ট্রাস্টের রাজ্য সম্পাদক, কাটিয়াহাট আল হেরা মিশনের ডাইরেক্টর ও বিশিষ্ট শিক্ষক আবু সিদ্দিক খান, প্রোগ্রেসিভ ইন্টেলেকচুয়াল অফ বেঙ্গলের সভাপতি ড. মোনাজাত আলি, সংখ্যালুঘু নেতা ইমরান হোসেন, বেডস ফাউন্ডেশনের রাজ্য সম্পাদক শাজাহান মন্ডল, আলফাজ হোসেন সহ বিশিষ্ট জনেরা । বক্তব্য রাখার সময় বিশিষ্টজনেরা ওয়াকফ সংশোধনী বিল কি তা সাধারণ মানুষকে অবগত করে বিল প্রত্যাহারের দাবি তোলেন। এ সময় কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করে কয়াকফ সম্পত্তি, মসজিদ, মাদ্রাসা, খানকা ঈদগাহ ও কবরস্থান ইত্যাদি রক্ষা করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আল-কোরআন একাডেমির এম মেহেদী সানি। আনিসুর মন্ডল, তুহিববুল মন্ডল, আজাম উদ্দিন, ইনজামামূল হক, আরাফাত, আলমগীর, রবিউল, বাবু, আক্তার প্রমুখ যুবকবৃন্দের উদ্যোগে বিশ্বনবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট আলেম মোজাফফর হোসেন, জুলফিকার আলী, মনিরুল হুদা, সরিফ হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন স্থানীয় ইমাম লাইচেল হক মোল্লা, আরিজুল ইসলাম, ইউসুফ হক, সমাজসেবী আব্দুর রউফ, জসিম উদ্দিন প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct