চন্দনা বন্দ্যোপাধ্যায় , সুন্দরবন, আপনজন: বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন জনিত বিপদের মুখে সুন্দরবন। আর এমতাবস্থায় সুন্দরবনের ইতিহাস জানা সকলের জন্য খুবই জরুরি। কিন্তু নতুন প্রজন্ম সেই ইতিহাস জানার আগ্রহ হারাচ্ছে ধীরে ধীরে। শুধু নতুন প্রজন্ম নয়, সুন্দরবনের বাসিন্দাদের মধ্যে অনেকেও এ নিয়ে খুব একটা গুরুত্ব দেয় না বলে মনে করছেন বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ তথা সুন্দরবন গবেষক দেবীশংকর মিদ্যা। দীর্ঘ দিন ধরে তিনি সুন্দরবনের প্রত্ন তাত্ত্বিক ও ইতিহাস নিয়ে কাজ করে চলেছে। রায়দীঘি থানার কাশিনগরে তার একটি সংগ্রহ শালা ও আছে পুরাতত্ত্ব সামগ্রী নিয়ে।তিনি বলেন, সুন্দরবনের ইতিহাস সুপ্রাচীন। কিন্তু বারবার সেই ইতিহাস প্রাকৃতিক বিপর্যয় ও অন্যান্য কারণে ক্ষতিগ্রস্ত হয়ে ছিল।
আবারও বিশ্ব উষ্ণায়নের ফলে সুন্দরবন বিপদের মুখে। ফলে অতীতে কি হয়েছিল তা প্রত্যেকটি সুন্দরবনবাসীর জানা দরকার,সেই সঙ্গে নতুন প্রজন্মকে ও এ বিষয়ে জানতে হবে। তা না হলে সুন্দরবনের সুপ্রাচীন ইতিহাস যেমন চাপা পড়ে যাবে।তেমন পূর্বে কেমন ধরণের বিপর্যয় নেমে এসে ছিল এখানে তা বোঝা যাবেনা।কিন্তু নতুন প্রজন্ম সেভাবে এগিয়ে না আসায় আক্ষেপ করেছেন তিনি। তিনি জানিয়েছেন দ্রুত সকলকে সুন্দরবনের ইতিহাস জানাতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct