নিজস্ব প্রতিবেদক , বারাসত, আপনজন: বিশ্ব আরবী ভাষা দিবস পালন করা হল ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটির আরবি ভাষা বিভাগের উদ্যোগে সেমিনার হলে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি পালন করা হয়। আরবী ভাষা বিভাগের ছাত্র
জসিম উদ্দিনের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠান শুরু হয়। বক্তব্য রাখতে গিয়ে উর্দু বিভাগের সহকারী অধ্যাপক তথা আরবী বিভাগের কো অর্ডিনেটর রাজিউদ্দিন সাহেব ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন আরবি ভাষা আপনাদের জীবনের প্রত্যেকটা কাজে লাগাতে হবে। শুধু ডিগ্রির জন্য পড়াশুনা করলে হবে না। আরবী ভাষার সারা বিশ্বে একটা কদর রয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান । এদিনের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয়ের আরবী ভাষা বিভাগের প্রধান অধ্যাপক আবুল কালাম। এদিন তিনি বলেন আমাদের স্টেট ইউনিভার্সিটিতে আরবী ভাষা উপস্থিত ছিলেন অধ্যাপক ড. নাসির উদ্দিন, আতাউল্লাহ গাজী, ওয়াসিফ আলি, ড. মোতাসিম সাহেব, শিক্ষক আলি আকবর প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct