সাবের আলি , বড়ঞা, আপনজন: বালি ও মাটি মাফিয়াদের নিয়ে পুলিশের কাছে খবর ছিল। সেই অনুযায়ী তল্লাশি অভিযান চালিয় বড়ঞা থানার পুলিশ। বালি ও মাটি মাফিয়াদের বাড়বাড়ন্তে কড়া পদক্ষেপ করছে বড়ঞা প্রশাসনের। মুর্শিদাবাদ জেলার বড়ঞাতে বাড়ছে মাটি ও বালি মাফিয়াদের দৌরাত্ম্য, জেলাজুড়ে উদ্বেগদিনের আলোয় কখনও কখনও বালি, মাটি ভর্তি ট্রাক্টর চলাচল করলেও অধিকাংশ সময় সূর্যাস্তের পর থেকে সূর্যোদয়ের আগে পর্যন্ত সবথেকে বেশি মাত্রায় হচ্ছে মাটি পাচার কাজ। এদিকে বিগত কয়েক দিন ধরে একাধিক প্রান্তে বেড়েছে মাটি ও বালি মাফিয়াদের দৌরাত্ম্য। যা নিয়ে উদ্বেগ বেড়েছে গোটা বড়ঞা ব্লকে। তবে এবার মাটি মাফিয়া এবং বালি মাফিয়াদের বিরুদ্ধে এবার মুখ খুললেন বড়ঞার বিধায়ক মুর্শিদাবাদ জেলার বড়ঞা বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। সাংবাদিকদের সামনে মাটি মাফিয়া এবং বালি মাফিয়াদের বিরুদ্ধে মুখ খুললেন, এবং জানালেন এ বিষয়ে তিনি নবান্ন অভিযোগ জানিয়েছিলেন, তার পরিপ্রেক্ষিতে নবান্ন থেকে বি এরা আর ও, এস ডি এল আর ও বালি পাচার এবং মাটি পাচার রোখার জন্য নির্দেশ দেয়া হয়েছে নবান্ন থেকে যার একটি চিঠিও নবান্ন থেকে বিধায়ককে পাঠানো হয়েছে। সেদিন তিনি বলেন বড়ঞা ব্লকের খোরজুনা গ্রাম পঞ্চায়েত অধীনে আখিরা দিঘির পাহাড় এলাকায় দেদার মাটিকাটা হচ্ছে।ভূমি দপ্তরের কোনো অনুমতি ছাড়াই এবং বড়ঞা ব্লকের বিভিন্ন এলাকায় এবং কোন নদীতে দেদার ভাবে বালি পাচার চলছে বলে অভিযোগ করেন বিধায়ক তিনি আরো বলেন বিএলআরও এবং প্রশাসনিক আধিকারিকরা সব জেনেও চুপ রয়েছে বলে জানান ।বড়ঞা বিএল ও এলআরও প্রকৃতিরঞ্জন পারাই বলেন। খবর পেয়ে আমরা গিয়েছিলাম তার আগে জিসিবি ট্রাক্টর নিয়ে পালায়। আমি জানতে পারি স্কুলের খেলাধুলার জন্য মাটি ভরাট করা হচ্ছিলো। বিষয়টা আমি কর্তৃপক্ষকে জানিয়েছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct