সজিবুল ইসলাম , ডোমকল, আপনজন: কেন্দ্রীয় সরকার আবাস যোজনার ঘরের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে দুর্নীতির অভিযোগে, সেই আবাস যোজনার ঘরের সার্ভে অনিয়মের অভিযোগে এনে বিডিওর দ্বারস্থ হলেন জলঙ্গি ব্লক দক্ষিণ জোনের প্রাক্তন তৃণমূলের ব্লক সভাপতি আরিফ বিল্লাহ। এদিন তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি আরিফ বিল্লাহ নেতৃত্বে অঞ্চলের একাধিক জনপ্রতিনিধি ও দলীয় নেতৃত্বদের পাশাপাশি যোগ্য উপভুক্তদের নিয়ে আবাস যোজনার সঠিক সার্ভের দাবিতে বিডিওর দ্বারস্থ হলেন।গত মঙ্গলবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে রাজ্যর মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বাংলা আবাস যোজনার ঘরের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করেছে,আর ঠিক তার এক দিন পর আবাস যোজনার তালিকায় একাধিক বেনিয়মের অভিযোগ নিয়ে হাজির হলেন মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের বিডিও সুব্রত মল্লিকের কাছে তৃণমূল নেতৃত। এমনি এক ঘটনা ঘটেছে বুধবার দুপুরে মুর্শিদাবাদ জেলার জলঙ্গী ব্লকের ফরিদপুর অঞ্চলে।সেই বিষয় নিয়ে বিডিও সুব্রত মল্লিকের কাছে লিখিত ভাবে অভিযোগ জানান,বিডিও অফিস থেকে বেরিয়ে তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি আরিফ বিল্লাহ জানান আমাদের ব্লকের ফরিদপুর অঞ্চলের একাধিক অসহায় পরিবার তারা যোগ্য উপভুক্ত হওয়ার পরেও সিপিআইএম বিজেপির মদতে বাংলা আবাস যোজনার ঘরের তালিকা থেকে নাম বাদ দিয়েছে। তাই আমরা দলের পক্ষ থেকে বিডিও সাহেব কে আবেদন করলাম যাতে যোগ্য ব্যক্তিরা আবাস যোজনার ঘর পাই,এবং যাদের দুতলা ও একতলা পাকা বাড়ি রয়েছে তাদের নাম কিভাবে আবাস তালিকায় উঠলো সেই বিষয়ে জানতে চাই। তিনি আরো বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কোনো ভাবে বন্ধ করা যাবে না ।অভিযোগের ভিত্তিতে আবারও তদন্তে আসেন বিডিও অফিস থেকে ফরিদপুর অঞ্চলের পোল্লাডাঙ্গা গ্রামের একাধিক বাড়িতে,আর এই বার বার সার্ভে নিয়ে অঞ্চলের সিপিআইএম এর এক মেম্বার বলেন তৃণমূল তাদের রাজনৈতিক ভাবে এই অঞ্চলে দুর্বল তাই তাদের দুর্বল কে ঢাকতেই এই ভাবে মিথ্যা অভিযোগ করছে,আর যদি এমন টা সত্যিই হয় সেটা তাদের তৃণমূল দলের অনেক নেতা কর্মীদের নাম বাদ যাবে আগে তাদের গুলো সঠিক সার্ভে করে নাম বাদ ডেক।আমরা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত না,পাশাপাশি তিনি আরো বলেন রাজ্যর মুখ্যমন্ত্রী নিজে নির্দেশ দিয়ে ছিলেন যে কোনো জনপ্রতিনিধি সার্ভের সময় আধিকারিকদের সঙ্গে থাকবেন না তাহলে আমরা কি ভাবে ঘর করলাম,মানুষ কে মিথ্যা বোঝাচ্ছে এসব মানুষ বুঝবে না। ফরিদপুরের এক অসহায় মহিলার দাবি, আমি অন্যর বাড়িতে কাজ করে সংসার চালাই তার পরেও কিভাবে আমার ঘর টা কেটে দিল কিছুই বুঝতে পারছি না।
এমন ছবি শুধুই ফরিদপুর অঞ্চলে নয় এই ছবি ব্লকের একাধিক অঞ্চলে রয়েছে,যোগ্য ব্যক্তিরা ঘর না পেলেও পাকা বাড়িওয়ালারা ঠিকই ঘরের তালিকায় নাম তুলে নিয়েছে। এখন দেখার আদতে কি পাই আবাস যোজনার ঘর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct