সুরজীৎ আদক , উলুবেড়িয়া, আপনজন: সোমবার থেকে শুরু হল রাজ্য সরকারের উদ্যগে এবং হাওড়া জেলা প্রশাসনের সহযোগিতায় শ্যামপুুর-১নং ব্লকে শুরু হল শিল্প সমাধান সপ্তাহ। উল্লেখ্য এই মেলা প্রতিটি ব্লকে ব্লকে শুরু হয়েছে শিল্প সমাধান সপ্তাহ।
প্রসঙ্গত, ক্ষুদ্র শিল্পে শিল্পদ্যোগীদের উৎসাহ বাড়ানোর লক্ষ্যে এবং এমএসএমই বিভাগের উদ্যগে ক্ষুদ্র শিল্প গড়ে তুলতে কী করণীয় বা কীভাবে উদ্যোগীরা সরকারি সহায়তা পাবেন শিল্প গড়ে তুলতে সেই সব বিষয়ের খুঁটিনাটি তথ্য জানাতেই এই কর্মসূচি রাজ্যের। সোমবার ক্যাম্পের উদ্বোধন করেন শ্যামপুুর-১নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক তন্ময় কার্যী।বিডিও-র সঙ্গে ছিলেন আইডিও ইন চার্চ সৈকত মুখার্জী,শ্যামপুুর-১নং পঞ্চায়েত সমিতির সভাপতি মৃন্ময় মান্না,সহ:সভাপতি অর্পণা দোলুই,পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কৃষ্ণেন্দু পুরকাইত সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ। মেলার প্রথম দিনেই বিভিন্ন কারিগরী শিল্পী এবং বিশেষ করে মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct