আমীরুল ইসলাম , বোলপুর, আপনজন: অবিলম্বে নির্বাচন, বাৎসরিক স্মারক প্রদান, লোনের উপর সাবভেনশন সহ একাধিক দাবিতে বিক্ষোভ, ডেপুটেশনকে ঘিরে কেন্দ্র করে উত্তাল বিশ্বভারতীর কো-অপারেটিভ সোসাইটি।
দাবি না মিটলে বৃহত্তর আন্দোলনের হুমকি বিশ্বভারতীর শেয়ারহোল্ডার কর্মীদের।
কার অঙ্গুলি হেলনে দীর্ঘ ৪-৫ বছর ধরে নির্বাচন হচ্ছে না রবি ঠাকুরের শান্তিনিকেতনে বিশ্বভারতী কো-অপারেটিভ সোসাইটি ব্যাংকের ? বাৎসরিক স্মারক প্রদান সহ একাধিক দাবিতে মঙ্গলবার বিশ্বভারতীর শেয়ারহোল্ডার কর্মীরা বিক্ষোভে সামিল হলেন। বিশ্বভারতীর কো-অপারেটিভ ব্যাংকের সামনে দীর্ঘ সময় ধরে বিক্ষোভ দেখান তারা। শেয়ারহোল্ডারদের বিক্ষোভকে ঘিরে রীতিমতো শান্তিনিকেতনে বিশ্বভারতীর সমবায় ব্যাংকে উত্তেজনার পরিবেশ তৈরি হয়।
আন্দোলনকারী বিশ্বভারতীর কো-অফারেটিভ শেয়ার হোল্ডারদের দাবি, অবিলম্বে সমবায় ব্যাংকে নির্বাচন করতে হবে। দীর্ঘদিন ধরে অসাধুচক্রের অঙ্গুলী হেলনে নির্বাচন আটকে রয়েছে। যে কারণগুলি সামনে আনা হচ্ছে তা অত্যন্ত যুক্তিহীন।
এছাড়াও ব্যাংকের সদস্য হিসেবে এ সমস্ত সুযোগ-সুবিধা পাওয়া যায় তা বঞ্চিত। আমাদের দাবি না মিটলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct