নিজস্ব প্রতিবেদক , অরঙ্গাবাদ, আপনজন: ফার্মেসিতে অবৈধভাবে বিক্রি হচ্ছিল পশুর ওষুধ, গ্রেপ্তার ফার্মেসি মালিক এবং ১০৮ বোতল ফেনসিডিল সহ এক যুবককে গ্রেপ্তার করলো জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সুতি থানার পুলিশ। রবিবার রাতে সুতি থানার ইসলামপুর বাগান থেকে গ্রেপ্তার করা হয় তাকে। পুলিশ জানিয়েছে, ধৃত ওই যুবকের নাম দুলাল হোসেন। তার বাড়ি সুতি থানার হাসানপুর গ্রামে। ধৃতের কাছ থেকে ১০৮ বোতল ফেনসিডিল বাজেয়াপ্ত করা হয়েছে। কতদিন থেকে এবং আর কারা ফেনসিডিল কারবারের সঙ্গে যুক্ত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে সুতি থানার পুলিশের পক্ষ থেকে। সোমবার ধৃতকে আদালতে পাঠানো হয়। এদিন মূলত সুতি থানার ওসি বিজন রায়ের নেতৃত্বে এবং তৎপরতায় ফেনসিডিল বাজেয়াপ্ত করা হয়েছে।
শুধু ফেনসিডিলই নয়, সুতি থানা এলাকার অরঙ্গাবাদ নেতাজি মোড়ে একটি ফার্মেসিতে অবৈধভাবে বিক্রি হচ্ছিল পশুর ওষুধ। সেই ওষুধ কিনে হেরোইনের সঙ্গে মিশিয়ে ইনজেকশনের মাধ্যমে নেশা করছিল যুবকরা। গোপনে সেই কারবারের খবর পেয়ে সুতি থানার নেতাজি মোড় এলাকার একটি ফার্মেসি থেকে গ্রেপ্তার করা হয় সুজিত ঘোষ নামে একটি ফার্মেসি মালিককে। বাজেয়াপ্ত করা হয়েছে ১১১ প্যাকেট এভেলিন ভেট। ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠিয়ে পুরো রহস্য জানার চেষ্টা করছে পুলিশ। এদিকে সুতি থানা পুলিশের তৎপরতায় মাদক কারবারের সঙ্গে যুক্ত অপরাধীদের গ্রেপ্তারের প্রশংসা করেছেন সাধারণ মানুষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct