সঞ্জীব মল্লিক , বাঁকুড়া, আপনজন: ডিমের দাম প্রতি পিস ৮ টাকা, অথচ বরাদ্দ মাত্র সাড়ে ৬ টাকা। অবিলম্বে অঙ্গনওয়াড়িগুলিতে বরাদ্দ বৃদ্ধির দাবীতে বাঁকুড়ার জেলা শাসকের দফতরে বিক্ষোভ অঙ্গনওয়াড়ি কর্মী সংগঠনের । খোলা বাজারে চড়চড়িয়ে বাড়ছে ডিম সহ সবজী ও অন্যান্য রান্নার উপকরণের দাম। অথচ বরাদ্দ বৃদ্ধি হয়নি অঙ্গনওয়াড়ি প্রকল্পে। খোলা বাজারে যেখানে একটি ডিমের দামই আট টাকা সেখানে মাথাপিছু বরাদ্দ মাত্র সাড়ে ৬ টাকা। এই পরিস্থিতিতে অবিলম্বে মাথাপিছু বরাদ্দ বৃদ্ধি সহ বিভিন্ন দাবীতে আজ বাঁকুড়ার জেলা শাসকের দফতরে বিক্ষোভে ফেটে পড়ল অঙ্গনওয়াড়ি কর্মীদের একাংশ।
অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি থেকে স্থানীয় প্রসুতি মা ও শিশুদের রান্না করা পুষ্টিকর খাবার দেওয়া হয়। কিন্তু সেই কাজ করতে গিয়ে রীতমত নাকাল হতে হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের। সামান্য বরাদ্দে শিশু ও প্রসুতিদের পুষ্টিকর খাবার দেওয়া কার্যত দু:সাধ্য হয়ে পড়ছে তাঁদের। প্রকল্পের নিয়ম অনুযায়ী কেন্দ্র গুলি থেকে মাথাপিছু সপ্তাহে ৩ দিন একটি করে ডিম এবং ৩ দিন অর্ধেক করে ডিম দেওয়ার কথা। সঙ্গে পুষ্টিকর সবজী দেওয়ার কথা। কিন্তু এসবের জন্য বরাদ্দ তুলনায় অনেক কম। পুষ্টিকর সবজী দেওয়ার জন্য প্রসুতিদের মাথাপিছু বরাদ্দ এক টাকারও কম। শিশুদের জন্য কোনো বরাদ্দই নেই। ডিমের ক্ষেত্রেও একই অবস্থা। খোলা বাজারে একটি ডিমের দাম যেখানে ৮ টাকা সেখানে সরকারি ভাবে ডিমের জন্য বরাদ্দ মাত্র সাড়ে ৬ টাকা।
এই পরিস্থিতিতে প্রতিটি অঙ্গনওয়াড়ি কর্মীর মাথায় বাড়ছে ঋণের বোঝা। অবিলম্বে এই বরাদ্দ বৃদ্ধি করার দাবীতে আজ বাঁকুড়ার তামলীবাঁধ ময়দান থেকে মিছিল করে বাঁকুড়ার জেলা শাসকের দফতরে যাওয়ার চেষ্টা করেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। জেলা শাসকের দফতরে পৌঁছানোর আগেই মিছিল আটকে দেওয়া হয়। বিক্ষোভকারীদের দাবী মিছিলে আসা আটকাতে শাসক দলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় হুমকিও দেওয়া হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct