নাজমুস সাহাদাত , কালিয়াচক, আপনজন ডেস্ক: বুধবার কালিয়াচকের মোজমপুর খেলার ময়দানে প্রতি বছরের মতো এবছরও গোলাপগঞ্জ জি.বি.এস হাই মাদ্রাসার ৫৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবমুখর ও সবুজ প্রকৃতি পরিবেশে শুরু হয় ছাত্রছাত্রীদের ক্রীড়া প্রতিযোগিতা। বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। এবং প্রতিটি খেলায় খুব ভালো ক্রীড়াকৌশল প্রদর্শন করে প্রতিযোগিরা। পড়াশোনার পাশাপাশি জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ক্রীড়া। এটা শুধু শারীরিকভাবে সুস্থ থাকার জন্য নয়, বরং মানসিক বিকাশ ও নেতৃত্বের গুণাবলী অর্জনের জন্যও ক্রীড়াচর্চা অপরিহার্য। খেলাধুলা হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা বোধ তৈরি করা। এছাড়াও তাদের শারীরিক ও মানসিকভাবে দক্ষতা বৃদ্ধি করা। সহযোগিতা, নিয়মানুবর্তিতা ও নেতৃত্বের গুণাবলী অর্জনে সহায়তা করা। ছাত্রছাত্রীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ঐক্যবোধ শক্তিশালী এবং প্রতিভাবান খেলোয়াড়দের উন্মোচন করায় মূল উদ্দেশ্য। এদিনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বৈষ্ণবনগর বিধানসভার বিধায়িকা চন্দনা সরকার, গোলাপগঞ্জ অবর বিদ্যালয় পরিদর্শক অনির্বাণ সাহা, জি.বি.এস. হাই মাদ্রাসার পরিচালন সমিতির সভাপতি আবু সুফিয়ান ও সম্পাদক হাসান মিয়া সহ মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকারা। এছাড়াও অন্যান্য সমাজসেবী ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জি.বি.এস. হাই মাদ্রাসার শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক সাকিলুর রাহমান বলেন, আমাদের বিদ্যালয়ের এবারে ৫০ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুধু একটি খেলার প্রতিযোগিতা নয়, বরং শিক্ষার্থীদের সার্বিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা শারীরিকভাবে সুস্থ থাকার পাশাপাশি মানসিক দৃঢ়তা, নেতৃত্বের গুণাবলী ও সহযোগিতা করার মনোভাব অর্জন করবে বলে মনে করি। এই লক্ষ্যকে সামনে রেখেই প্রতিবছর আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হয়। আরও বলেন, বর্তমানে ছেলে মেয়েদের ঘরের মধ্যে বন্দি রাখার ফলে তারা মোবাইল ফোনের গেমে আসক্ত হয়ে মস্তিষ্কের বড়ো ক্ষতি ডেকে আনছে। তাই অভিভাবকদের উদ্দেশ্যে বলব আপনার ছেলেমেয়েদের মাঠমুখি করে তুলুন। তাদেরকে নিয়ে প্রতিদিন একটা সময়ে খেলাধুলা করুন, গল্প করুন ইত্যাদি। খেলাধুলা করা মানে পড়াশোনা বা সময়ের অপচয় নয়, এটা তাদেরই অংশ। খেলা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct