অমরজিৎ সিংহ রায় , বালুরঘাট, আপনজন: মাঠে নেমে ব্যাটচালালেন বিদ্যালয় পরিদর্শক, উৎসাহ দিলেন প্রতিযোগিতায় অংশ নেওয়া মানুষ গড়ার কারিগরেরা। শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়াতে অনুষ্ঠিত হলো প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট।গঙ্গারামপুর উত্তর চক্রের ক্রীড়া সংগঠনের ব্যবস্থাপনায় চক্রের শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আয়োজিত এদিনের এই ক্রিকেট প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন, গঙ্গারামপুর উত্তর চক্রের অবর বিদ্যালয়ের পরিদর্শক সুনীল কুমার দাস, গঙ্গারামপুর সদর চক্রের অবর বিদ্যালয়ের পরিদর্শক এনামুল শেখ, তপন পশ্চিম চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মদন বর্মন। এছাড়াও উপস্থিত ছিলেন গঙ্গারামপুর উত্তর চক্রের অন্তর্গত বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।
জানা গিয়েছে, এদিনের এই ক্রিকেট প্রতিযোগিতায় গঙ্গারামপুর উত্তর চক্রের অন্তর্গত চারটি গ্রাম পঞ্চায়েত থেকে মোট চারটি দল অংশগ্রহণ করে। স্বয়ং গঙ্গারামপুর উত্তর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক কে উদয় গ্রাম পঞ্চায়েতের হয়ে ব্যাট হাতে ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিতে দেখা যায়। এ বিষয়ে গঙ্গারামপুর উত্তর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সুনীল কুমার দাস জানান, ‘এমন স্বাস্থ্যকর লড়াই শিক্ষার পরিবেশের জন্য অত্যন্ত ভাল বার্তা। প্রতিযোগিতায় অংশ নিতে পেরে খুব ভালো লেগেছে।’
জানা গিয়েছে, ফাইনালে প্রথমে ব্যাট করে বাশুরিয়া গ্রাম পঞ্চায়েত নির্ধারিত ৭ ওভারে ৯৬ রান করে। জবাবে নির্ধারিত ওভারের আগে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অশোগ্রাম। ম্যাচের ও টুর্নামেন্টের সেরা হন মানস মজুমদার। সেরা ব্যাটসম্যান হন অভিজিৎ সাহা। সেরা বোলার হন দেবাশীষ রায়।
উল্লেখ্য, শিক্ষকদের পাশাপাশি শিক্ষিকারা এদিন টেনিস বল নিক্ষেপ প্রতিযোগিতায় অংশ নেন। সেই প্রতিযোগিতায় প্রথম হন শিক্ষিকা মেহবুবা পারভীন। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে সুলতা পারভিন ও নীলাঞ্জনা দাস।
এবিষয়ে গঙ্গারামপুর উত্তর চক্রের বিশিষ্ট শিক্ষক তমাল কর জানান, ‘সারা বছর ছাত্র-ছাত্রীদের সঙ্গে পড়াশুনার বিষয়ে যুক্ত থাকে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। তাই এই ধরনের একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মূলত শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে মেলবন্ধন গড়ে তুলতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct