আপনজন ডেস্ক: সুপার লিগের পরিকল্পনা করা প্রতিনিধিরা ফিফা ও উয়েফার কাছে তাঁদের প্রস্তাবিত প্রতিযোগিতাটির ‘অফিশিয়াল স্বীকৃতি’র আবেদন জানিয়েছেন। ইউরোপের শীর্ষ আদালতের রায়ের ভিত্তিতে সুপার লিগ নাম পাল্টে প্রতিযোগিতাটির নাম ‘ইউনিফাই লিগ’ করার আবেদন করার কথা আজ জানিয়েছেন তাঁরা।
মাদ্রিদভিত্তিক এ২২ স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ফিফা ও উয়েফার কাছে এ প্রস্তাব পাঠিয়েছে। তার আগে বিভিন্ন লিগ, ক্লাব ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে বার্ষিক ঘরোয়া খেলায় পারফরম্যান্সের ভিত্তিতে এ প্রতিযোগিতায় খেলার যোগ্যতা নির্ধারণের শর্তাবলিও পুনর্বিবেচনা করা হয়েছে।
মোট ৯৬টি দলকে চারটি লিগে ভাগ করে সেপ্টেম্বর থেকে এপ্রিল পর্যন্ত প্রতিযোগিতাটি চালানোর প্রস্তাব জমা দেওয়া হয়েছে। নকআউট পর্বও আছে, যেটা শুরু হবে কোয়ার্টার ফাইনাল থেকে।
বিবৃতিতে এ২২ বলেছে, গত বছর ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিসের (ইসিজে) রায়ের অর্থ হলো, ‘কোনো প্রতিযোগিতা, যেখানে খেলাটা অন্তর্ভুক্তিমূলক ও মেধাতান্ত্রিক এবং যেটা পুরো ম্যাচসূচির পঞ্জি মেনে চলে, সেটা আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করা যেতে পারে।’
পরিকল্পনাকারীরা আরও বলেছেন, প্রস্তাবিত এ লিগের ম্যাচগুলো একটি স্ট্রিমিং প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি ফ্রি প্রচার করা হবে।
এ২২–এর প্রধান নির্বাহী কর্মকর্তা বার্নড রাইকার্ট বলেছেন, ‘সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনায় বেশ কিছু চ্যালেঞ্জ উঠে এসেছে। এর মধ্যে রয়েছে সমর্থকদের সাবস্ক্রিপশন খরচ, খেলোয়াড়দের ঠাসা সূচি, মেয়েদের ফুটবলে অপর্যাপ্ত অর্থ বিনিয়োগ এবং ইউরোপিয়ান প্রতিযোগিতার ফরম্যাট ও পরিচালনা নিয়ে অসন্তোষ। এসব চ্যালেঞ্জকে সরাসরি মোকাবিলা করতেই আমাদের প্রস্তাবটি বানানো হয়েছে।’
২০২১ সালের শুরুতে ইউরোপের শীর্ষস্থানীয় ১২টি ক্লাব সুপার লিগের ঘোষণা দেয়, যা ইউরোপীয় ফুটবলের কর্তৃপক্ষ উয়েফা এবং সমর্থকদের বিরোধিতার মুখে পড়ে। এ প্রতিযোগিতায় যেসব ক্লাব ও খেলোয়াড় অংশ নেবে, তাদের নিষিদ্ধ করা হবে এবং বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় খেলতে পারবে না, এমন হুমকি দিয়েছিল উয়েফা। সুপার লিগ পরিকল্পনা প্রকাশের ৪৮ ঘণ্টার মধ্যে ১২টি ক্লাবের ৯টিই এই লিগ থেকে সরে যাওয়ার ঘোষণা দেয়, এর মধ্যে ৬টিই ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব। কিন্তু রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা এ পরিকল্পনাকে সমর্থন করা থেকে সরে আসেনি।
গত বছর ইসিজে রায় দেন, অভিজাত ক্লাবগুলোকে নিয়ে ইউরোপিয়ান ফুটবলে নতুন একটি লিগের যাত্রাকে রুদ্ধ করে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) আইন ভেঙেছে উয়েফা।
আদালতের লড়াইয়ে জেতার পর এই স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি ৬৪ দল নিয়ে নতুন একটি টুর্নামেন্টের মাধ্যমে উয়েফার সেরা প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিল। কিন্তু এ পরিকল্পনা প্রত্যাখ্যাত হওয়ার পাশাপাশি অবজ্ঞারও শিকার হয়।
গত মে মাসে স্পেনের আদালত রায় দেন, সুপার লিগের বিরোধিতা করে ফিফা ও উয়েফা ‘মুক্ত প্রতিযোগিতা প্রতিরোধ’ করছে। কিন্তু উয়েফা দাবি করেছিল, তারা সুপার লিগকে স্পষ্টভাবে সমর্থন করেনি। উয়েফার পক্ষ থেকে তখন বলা হয়েছিল, ‘রায়টি কোনো তৃতীয় পক্ষকে অনুমোদন ছাড়া প্রতিযোগিতা চালুর অধিকার দেয় না এবং ভবিষ্যতের কোনো প্রকল্প কিংবা বর্তমান কোনো প্রকল্পের পরিবর্তিত কোনো সংস্করণের বিষয়েও মাথা ঘামায় না।’ উয়েফা তখন আরও জানিয়েছিল, ইইউর আইনের সঙ্গে সংগতি রাখতে নতুন বিধিমালা চালু করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct