আপনজন ডেস্ক: ভারতের সুপ্রিম কোর্টের একটি অন্তর্বর্তীকালীন আদেশের উদ্ধৃতি দিয়ে উত্তর প্রদেশের জৌনপুর জেলার একটি স্থানীয় আদালত ১৪ শতকের আটলা মসজিদের আমিন জরিপের অনুমতি দিতে অস্বীকার করেছে।
জৌনপুরের সিভিল জজ (জেডি) সিটি সুধা শর্মা স্বরাজ বাহিনী অ্যাসোসিয়েশন নামে একটি দক্ষিণপন্থী সংগঠনের দায়ের করা আবেদনের বিষয়ে কোনও আদেশ দিতে অস্বীকার করেছেন, যেখানে দাবি করা হয়েছে যে আটলা মসজিদটি মূলত দেবী ‘আটলা’র মন্দির ছিল। আবেদনে বলা হয়েছে, ত্রয়োদশ শতাব্দীর শেষার্ধে ফিরোজ তুঘলক ভারত আক্রমণ করলে এই মন্দিরটি ভেঙে ফেলা হয়। সনাতন ধর্মের অনুসারীদের সেখানে উপাসনা করার অধিকার রয়েছে। সেই দাবির ভিত্তিতে আমিন জরিপ চেয়েছিল যাতে এর ‘আসল’ চরিত্র খুঁজে পাওয়া যায়।
এই ঘটনাগুলির আলোকে, সিভিল জজ সুধা শর্মা আটলা মসজিদ মামলার পরবর্তী শুনানি ২ মার্চ, ২০২৫ তারিখ অবধি স্থগিত করেছেন, যাতে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের জন্য সময় মেলে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct