আপনজন ডেস্ক: রাজ্যসভায় বি আর আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যকে বিজেপির ‘জাতিবাদী ও দলিত-বিরোধী মানসিকতার’ বহিঃপ্রকাশ বলে দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্যকে অবমাননাকর বলে অভিহিত করে দাবি করেন, এটি লক্ষ লক্ষ মানুষের অপমান, যারা দিকনির্দেশনা এবং অনুপ্রেরণার জন্য আম্বেদকরের দিকে তাকিয়ে থাকে। মমতা সোশ্যাল মিডিয়া এক্স-এ লেখেন, ‘মুখোশ খসে পড়েছে! সংসদে যখন সংবিধানের ৭৫ বছরের গৌরবময় বছরকে প্রতিফলিত করা হচ্ছে, তখন এইচএম @ অমিত শাহ ড. বাবাসাহেব আম্বেদকরের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করে এই উপলক্ষটিকে কলঙ্কিত করার সিদ্ধান্ত নিয়েছেন, তাও আবার গণতন্ত্রের মন্দিরে।’ মমতা আরও লেখেন, ‘এটা বিজেপির জাতপাতবাদী ও দলিত বিরোধী মানসিকতার বহিঃপ্রকাশ। ২৪০ আসনে নেমে আসার পর যদি তারা এমন আচরণ করে, তাহলে তাদের ৪০০ আসনের স্বপ্ন বাস্তবায়িত হলে কী ক্ষতি হতো তা কল্পনা করুন। ড. আম্বেদকরের অবদানকে পুরোপুরি মুছে ফেলার জন্য তারা ইতিহাস নতুন করে লিখত।’ বিজেপিকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দল ঘৃণা ও ধর্মান্ধতাকে অন্তর্নিহিত করেছেন। এই দলের কাছ থেকে এর চেয়ে বেশি আর কী আশা করা যেতে পারে। তিনি আরও লেখেন, ‘এইচএম অমিত শাহের মন্তব্য সেই লক্ষ লক্ষ মানুষের অপমান, যাঁরা দিকনির্দেশনা ও অনুপ্রেরণার জন্য বাবাসাহেবের দিকে তাকিয়ে থাকেন। কিন্তু যে দল ঘৃণা ও ধর্মান্ধতাকে আত্মস্থ করেছে, তাদের কাছ থেকে এর চেয়ে বেশি আর কী আশা করা যায়?’
সংবিধানের জনক আম্বেদকরকে সম্মান করা উচিত বলে ফের দাবি করেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ড. বাবা সাহেব আম্বেদকর হলেন সংবিধানের জনক। তাই আপত্তিকর মন্তব্যটি কেবল তার বিরুদ্ধে নয়, সংবিধানের খসড়া কমিটির সমস্ত সদস্যের বিরুদ্ধে সরাসরি আক্রমণ, যা সমস্ত জাতি, ধর্ম ও তাদের সদস্যদের সাথে বৈচিত্র্যের মধ্যে ভারতের ঐক্যের প্রতীক। তবে তৃণমূলের দাবি, শাহের মন্তব্য ইচ্ছাকৃত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct