মোল্লা মুয়াজ ইসলাম , বর্ধমান, আপনজন: পূর্ব বর্ধমানের জেলা পরিষদের অধ্যক্ষ তথা বিশিষ্ট সমাজসেবী অপার্থিব ইসলাম যিনি ফাগুন নামে পরিচিত। গত কয়েক বছর ধরে তিনি বাদুলিয়া মনের মেলাকে জেলার অন্যতম মেলায় পরিণত করেছেন। গ্রাম্য মানুষের সুযোগ-সুবিধা দেওয়া থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান রক্তদান শিবির সহ বহুবিধ কর্মকাণ্ড মেলার মধ্যে শুরু করেছেন।। গত চার বছর ধরে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানার বাদুলিয়া মনের মেলা একটি বিশিষ্ট সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চে পরিণত হয়েছে। মেলা কেবল বিনোদন নয়, বরং সামাজিক ও অর্থনৈতিক নানা বিষয়ে সচেতনতার বার্তা বহন করছে। এবছর মেলার চতুর্থ বর্ষ উদযাপন উপলক্ষে বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী দেবশ্রী রায়ের হাত ধরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এই একই মঞ্চে উপস্থিত হবেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ আরও অনেক নামিদামি শিল্পী।মেলার অন্যতম প্রধান আকর্ষণ ২১শে ডিসেম্বর আয়োজিত মেঘা রক্তদান শিবির। মেলা কমিটি ৫০০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এই মহতী উদ্যোগকে সফল করতে মেলার মূল আয়োজক পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ তথা খণ্ডঘোষ তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম বিশেষ ভূমিকা পালন করেন। মেলার সাফল্যে ভূমিপুত্র এবং জনস্বাস্থ্য পরিবেশ কর্মদক্ষ বিশ্বনাথ রায়ের অবদানও প্রশংসনীয়। এছাড়া মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমানের জেলা পরিষদের সহ-সভাধিপতি গার্গী নাহা,বি ডি এর চেয়ারম্যান কাকলি গুপ্ততা, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, বর্ধমান পৌরসভার কাউন্সিলর রাসবিহারী হালদার, কর্মদক্ষ মেহেবুব মন্ডল, বিশিষ্ট সমাজসেবী উৎপল রায়, চেহারা ট্রাফিক গার্ডের ওসি রক্তিম দত্ত প্রমুখ । স্থানীয় মেলা কমিটির সদস্য ও রাজনৈতিক ব্যক্তিত্বরাও মেলাকে সফল করতে সক্রিয় অংশগ্রহণ করেন। মেলা বিভিন্ন অনুষ্ঠান এবং অনামি শিল্পীদের মঞ্চ উপস্থাপনার মাধ্যমে জীবন্ত হয়ে ওঠছে। দূর-দূরান্ত থেকে মানুষকে আকর্ষণ করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct