এম মেহেদী সানি , হাবড়া, আপনজন: সরকারি এবং প্রশাসনিক অফিসগুলি থেকে পরিষেবা পাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের তরফে হয়রানির অভিযোগ নতুন নয়। আবার সচেতনতার অভাবে সাধারণ মানুষ বঞ্চিত হন বিভিন্ন সরকারি পরিষেবা থেকে। আর সেই সমস্ত সামগ্রিক বিষয়কে সামনে রেখে উত্তম এবং দ্রুত পরিষেবা প্রদানের লক্ষ্যে অভিনব উদ্যোগ গ্রহণ করলো উত্তর ২৪ পরগনা জেলায় হাবড়া-১ ব্লক। মঙ্গলবার হাবড়া-১ ব্লকে ‘পাবলিক সার্ভিস ফ্যাসিলিটেশন সেন্টার’ শীর্ষক নয়া কর্মসূচির উদ্বোধন করেন উত্তর ২৪ পরগণার জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী। এ বিষয়ে হাবড়া-১ বিডিও সুবীর কুমার দণ্ডপাত বলেন, ‘হাবড়া-১ নম্বর ব্লকে প্রচুর জনবসতি, আমাদের প্রশস্ত ব্লক অফিস ক্যাম্পাস, কে কোথায় বসেন, কোন কাজের জন্য কার কাছে যেতে হবে, এছাড়া কিছু নিত্য নৈমিত্তিক কাজ থাকে যেমন ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট প্রদান এসব কিছুর জন্য আমরা একটি একটি পরিষেবার সূচনা করেছি। যেখানে আসলে সহজে জানা যাবে কোন কাজের জন্য কোথায় যেতে হবে, অনেকে বোঝেন না নিরুপায় বোধ করেন আমার আশা ‘পাবলিক সার্ভিস ফ্যাসিলিটেশন সেন্টার’ সেই সমস্ত সমস্যা অনেকটাই দূর করবে।’ জেলাশাসক এই সেন্টারের উদ্বোধন করে অভিনব এই উদ্যোগ গ্রহণের জন্য ব্লক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
এ দিন মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে ‘গ্রামের স্বপ্ন’ প্রকল্প সফল করতে একদিনে, একসাথে ১০০ টি স্বনির্ভর দল গঠন এবং ১০০ টি দলের ক্রেডিট লিঙ্কেজ এবং আবর্তনীয় তহবিল প্রদান করা হয়। রাজ্য সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে জেলাশাসক শারদ কুমার দ্বীবেদি আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে মহিলাদের স্বনির্ভর করতে উদ্যোগী হওয়ার আহ্বান জানান। বিডিও বলেন, ‘শুধু জেলা নয় রাজ্যের নিরিখে হাবড়ার এসএইচজি গ্রুপের যথেষ্ট সুনাম রয়েছে, গ্রুপের মহিলাদের দ্বারা উৎপন্ন পণ্য উচ্চমানের, আর তাদের কাজকর্ম কে আমরা উৎসাহিত করতে একটি গ্যালারি তৈরি করেছি, যেখানে কিছু পণ্য রাখা রয়েছে, আর সেগুলি বিক্রির জন্য অনলাইন মাধ্যমে সংগ্রহের জন্য প্রচারের ব্যবস্থা করা হয়েছে।’ হাবড়া -১ ব্লক 15CFC, কঠিন তরল বর্জ্য ব্যবস্থাপনা, স্যানিটেশন ইত্যাদি ক্ষেত্রে জেলার উল্লেখযোগ্য সাফল্য পাওয়ায় সন্তোষ প্রকাশ করে সকলকে ধন্যবাদ জানান হাবড়া-১ পঞ্চায়েত সমিতির সভাপতি নেহাল আলী।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct