চন্দনা বন্দ্যোপাধ্যায় , ক্যানিং, আপনজন: এবার শ্যালকের পুরুষাঙ্গে কামড় জামাই বাবুর,এলাকায় চাঞ্চল্য, থানায় অভিযোগ দায়ের। জামাইবাবু পলাতক, আহত শ্যালক হাসপাতালে চিকিৎসাধীন।শ্যালকের পুরুষাঙ্গ কামড় দিয়ে মাংসপিন্ড ছিঁড়ে নিলো খোদ জামাইবাবু।আর এমন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পুলিশ জেলার ঘুঁটিয়ারী শরীফ পুলিশ থানার মাকালতলা গ্রামে।আর এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন শ্যালক রবীন মন্ডল।এই ঘটনার বিষয়ে পুলিশে অভিযোগ জানিয়েছেন আক্রান্ত যুবক।আর তাঁর পরে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।স্থানীয় সুত্রের খবর , ঘুঁটিয়ারী শরীফের মাকালতলার বাসিন্দা রবীন মন্ডল।সেখানে বসবাস করেন রবীনের জামাই বাবু মুন্না সাউও। অভিযোগ মুন্না কোন কাজকর্ম করে না। এছাড়াও বাড়িতে প্রতিনিয়ত ঝামেলা চালায় বলে অভিযোগ ।সোমবার সেই নিয়েই প্রতিবাদ করেন রবীন।অভিযোগ প্রতিবাদে সরব হতেই আচমকা শ্যালকের উপর ঝাঁপিয়ে পড়ে জামাইবাবু।তাকে মারধর করে অন্ডকোষে কামড় দিয়ে মাংসপিন্ড ছিঁড়ে নেয়।রক্তাক্ত অবস্থায় যন্ত্রণায় কাতরাতে থাকে আক্রান্ত যুবক।পরিবারের অন্যান্য সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়।মঙ্গলবার সেখানেই চিকিৎসাধীন আক্রান্ত ওই যুবক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct