দেবাশীষ পাল , মালদা, আপনজন: প্রায় ৪২ বিঘা জমিতে বিষ দিয়ে ফসল নষ্ট করার অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদহের হবিবপুর ব্লকের রাধাকান্তপুর গ্রামে। এদিন সকালে চাষের জমিতে ফসল পরিচর্যার জন্য কৃষকেরা যখন কৃষি জমি দেখতে যায় তখন দেখে কে বা কারা ফসলের জমিতে বিষ দিয়েছে, সমস্ত ফসল নষ্ট হয়ে গিয়েছে।এক বিঘা নয় প্রায় ৪২ বিঘা জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে তাদের অনুমান রাতের অন্ধকারে কে বা কার এই ঘটনা ঘটিয়েছে ।জমিতে বর্তমানে তারা সরিষা ও মটরশুঁটি চাষ করেছিল। সাত থেকে আট জন কৃষকের প্রায় ৪২ বিঘা জমিতে চাষিরা সরিষা ও মটরশুটি লাগিয়ে ছিলেন সমস্ত ফসল নষ্ট করে দেয় দুষ্কৃতীরা। যদিও কৃষক নরেশ হাজরা, কুমারেশ হাজরা, দিলীপ সরকার , সুরজিৎ হাজরারা একটি লিখিত অভিযোগ করেছেন হবিবপুর থানায়। যদিও পুরো ঘটনার বিষয় নিয়ে হবিবপুর থানার ঘটনাস্থলে গিয়ে পুলিশ তদন্ত নেমেছে। কৃষকদের অনুমান বেশ কয়েকজন মিলে তাদের জমির ফসল নষ্ট করেছে। ৪২ বিঘা জমিতে সরিষা ও মটরশুটি লাগানো ছিল তার ক্ষতির পরিমাণ প্রায় ৯ থেকে ১০ লক্ষ টাকা কাছাকাছি । পুরো ঘটনার বিষয় নিয়ে হবিবপুর থানার পুলিশ ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন করে যান। কৃষকেরা জানান সব থেকে বড় বিষয় কেন অসহায় কৃষকদের জমিতে বিষ মেরে ফসল নষ্ট করল তা নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী হবিবপুর থানার পুলিশের কাছে ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct