রাজু আনসারী , অরঙ্গাবাদ, আপনজন: ফারাক্কায় শিশুকন্যাকে নির্যাতন করে খুন কাণ্ডে অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজা হওয়ায় জঙ্গিপুর জেলা পুলিশ সুপার আনন্দ রায়কে শুভেচ্ছা জানালেন ফরাক্কা বিধানসভার বিধায়ক মনিরুল ইসলাম। সোমবার দুপুরে জঙ্গিপুর পুলিশ সুপারের অফিসে গিয়ে এসপিকে সংবর্ধনা করেন তিনি। এসময় বিধায়কের সঙ্গে ফারাক্কা পঞ্চায়েত সমিতির সভাপতি নিলুফা ইয়াসমিন, যুব সভাপতি আরিফ নায়ার, প্রাক্তন ব্লক সভাপতি, মহিলা নেত্রী সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন জঙ্গিপুর পুলিশ সুপারকে সংবর্ধনা জ্ঞাপন করার পাশাপাশি অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাসিমকেও ফুলের শুভেচ্ছা প্রদান করা হয় বিধায়ক মনিরুল ইসলামের পক্ষ থেকে। এক সাংবাদিক সম্মেলনে বিধায়ক মনিরুল ইসলাম জানান, পুলিশের নজিরবিহীন কাজ করেছে। গোটা রাজ্য তথা দেশে দৃষ্টান্ত স্থাপন করেছে জঙ্গিপুর জেলা পুলিশ। ধর্ষণ কাণ্ড ঘটার পরেই আমি নির্যাতিতার পরিবারকে আশ্বস্থ করে এসেছিলাম। মাত্র ৬০ দিনের মধ্যে পুলিশ তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করায় আমরা খুব খুশি। আর সেজন্যই পুলিশের কাজকে কুর্নিশ জানাতে শুভেচ্ছা জানালাম পুলিশ সুপারকে। সোমবার সন্ধ্যায় ফারাক্কার এসডিপিও, আইসি সহ পুরো টিমকে শুভেচ্ছা জানানোরও কথা বলেন বিধায়ক মনিরুল ইসলাম। উল্লেখ্য, দুর্গাপুজোর সময় ফারাক্কায় নারকীয় ঘটনায় খুনের মামলায় অভিযুক্ত দীনবন্ধু হালদার ও শুভ হালদারের সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়ে চার্জশিট পেশ করা হয় ফারাক্কা থানার পুলিশের পক্ষ থেকে। চার্জশিটের ৫৯ দিনের মাথায় সাক্ষ্য গ্রহণ এবং সমস্ত শুনানি প্রক্রিয়া শেষ করে দীনবন্ধু হালদারকে ফাঁসির সাজা দেওয়া হয়। পাশাপাশি আরেক অভিযুক্ত শুভ হালদারকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ প্রদান করে জঙ্গিপুর আদালত।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct