সারিউল ইসলাম , মুর্শিদাবাদ, আপনজন: লালগোলা ব্লকের বিরামপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির প্রতিষ্ঠা হয়েছিল ১৯৭৬ সালে বাম আমলে। প্রতিষ্ঠার পর থেকে মনোনীত সদস্যরাই সমবায় সমিতি পরিচালনা করত। রবিবার প্রথমবার সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ৯ আসনের সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল সমর্থিত প্রার্থীরা ৮টি আসনে জয় লাভ করে। অন্যদিকে বাম-কংগ্রেস জোট সমর্থিত প্রার্থীরা একটি আসনে জয়লাভ করে। প্রত্যেকের ৯ জন প্রার্থী ছিল।
বাম প্রভাবিত বিরামপুর এলাকায় সমবায় সমিতির নির্বাচনের জন্য সকাল থেকেই পুলিশের কড়া নিরাপত্তা ছিল। এদিন মোট ২২৩ জন ভোটার নিজেদের ভোট প্রদান করেন। ভোট গ্রহণ পর্ব শেষ হতেই শুরু হয় ভোট গণনা। গণনা শেষে ফলাফল দেখা যায় তৃণমূল সমর্থিত ৮ জন প্রার্থী জয়ী হয়েছে। বাম-কংগ্রেস জোট সমর্থিত একজন প্রার্থী জয়ী হয়েছে। এ বিষয়ে লালগোলা ব্লক তৃণমূলের সভাপতি মোতাহার হোসেন রিপন বলেন, ‘বাম-কংগ্রেসের অশুভ জোটকে মানুষ প্রত্যাখ্যান করেছে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে আছে। আগামীতে ওই এলাকা থেকে তৃণমূল এগিয়ে যাবে।’
ব্লক কংগ্রেসের বক্তব্য, ভোট নির্বিঘ্নে হলেও সাংগঠনিক দুর্বলতার জন্যই পরাজয় হয়েছে তাদের। বাম-কংগ্রেসের ঘাঁটি হিসেবে পরিচিত লালগোলার বিরামপুরে তৃণমূলের জয়ে আগামী বিধানসভার আগে বাড়তি অক্সিজেন পাচ্ছে তৃণমূল কর্মীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct