সুভাষ চন্দ্র দাশ , বাসন্তী, আপনজন: দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের বাসন্তী ব্লকের জ্যোতিষপুর পঞ্চায়েতের অন্তর্গত রাধারাণীপুর এলাকায় রয়েছে ‘রাধারাণীপুর বিবেকানন্দ সমবায় কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড’।
সোমবার সমিতির কমিটি গঠনে নির্বাচন অনুষ্ঠিত হয়।তৃণমূল কংগ্রেসের নয়জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন পেশ করেন।অন্যান্য কোন রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ না করায় বিনা প্রতিদ্বন্দিতায় তৃণমূল কংগ্রেসের ৯ জন প্রার্থী জয়লাভ করেন।
নব্য নির্বাচিত প্রতিনিধিরা হলেন অজিত জানা,স্বপন কুমার পট্টনায়ক,টিঙ্কর নস্কর, মন্টুরাম হালদার, বন্যা ঘড়ুই, শান্তিবালা সিং, দেবী মণ্ডল, আকুল মণ্ডল ও বাসুদেব নস্কর। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অজিত জানা এবং সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন স্বপন কুমার পট্টনায়ক।
নব নির্বাচিত কমিটির সম্পাদক স্বপন কুমার পট্টনায়ক জানিয়েছেন, সমবায় সমিতির কমিটি গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেখানে বিরোধীদের কোন প্রার্থী মনোনয়ন জমা না করায় আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করি। এ জয় সাধারণ মানুষের পাশে থাকার জয়। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জী ও অভিষেক ব্যানার্জীর উন্নয়ণের জয়।উন্নয়ণের জন্য সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসে উপর আস্থা এবং ভরসা রেখেছেন। ফলে আগামী দিনে এই সমবায় সমিতি সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়ণের কাজ চালিরে যাবে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct