আপনজন ডেস্ক: কদিন ধরেই গুঞ্জনটা বাতাসে ভাসছিল, ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি হতে চান রোনাল্ডো নাজারিও। এর মধ্যে একবার নিজের ইচ্ছার কথা প্রকাশও করেছিলেন তিনি। তবে এবার আনুষ্ঠানিকভাবে সিবিএফের সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি শুরুর কথা জানিয়েছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। ২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে সিবিএফের সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে সোমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে এখনই নির্বাচনী উত্তাপ ছড়িয়ে দিয়েছেন রোনাল্ডো। সিবিএফের সভাপতি পদে নির্বাচন করতে রোনাল্ডোর অন্তত চারটি স্টেট ফেডারেশন এবং চারটি ক্লাবের সমর্থন প্রয়োজন হবে। সেই সমর্থন জোগাড়ে ব্রাজিলজুড়ে চষে বেড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। এই সফরে সমর্থন আদায়ের জন্য রোনাল্ডো সংশ্লিষ্ট ব্যক্তিদের রাজি করানোর চেষ্টা করবেন বলে জানিয়েছেন। বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের ইতি টানার পর একাধিক ক্লাবের মালিকানা কিনেছেন রোনাল্ডো। এরই মধ্যে অবশ্য ব্রাজিলিয়ান ক্লাব ক্রুজেইরোর মালিকানা ছেড়ে দিয়েছেন তিনি। স্প্যানিশ ক্লাব ভায়াদোলিদের মালিকানাও ছাড়ার চেষ্টা করছেন বলে জানা গেছে। সব বাদ দিয়ে এই মুহূর্তে সিবিএফের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ছাড়া আর কিছুই নাকি ভাবছেন না কিংবদন্তি এই ফুটবলার। ব্রাজিলের ফুটবলের সর্বোচ্চ কর্তা হয়ে দেশের ফুটবলের গৌরব পুনরুদ্ধার করতে চান রোনাল্ডো। ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ের নায়ক বলেছেন, ‘আমার মধ্যে অনেক তাড়না কাজ করছে। সবচেয়ে বড় তাড়না হচ্ছে ব্রাজিলের ফুটবলকে আবারও বৈশ্বিক স্তরে ফিরিয়ে আনা। আমার সঙ্গে যা হচ্ছে, সেটা হলো মানুষ আমাকে রাস্তায় দাঁড় করিয়ে খেলায় ফিরে আসতে বলে। কারণ, জাতীয় দলের অবস্থা এখন খুব একটা ভালো জায়গায় নেই। মাঠে ও মাঠের বাইরে কিছুই ঠিক নেই।’
নিজের লক্ষ্য নিয়ে ‘দ্য ফেনোমেনন’–খ্যাত রোনাল্ডো আরও বলেছেন, ‘সাবেক ফুটবলারদের এবং সত্যিকারের নায়কদের কথা শোনা হবে আমার ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমার লক্ষ্য থাকবে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারদের সামনে নিয়ে আসা। আমি চাই, সিবিএফকে ব্রাজিলের সবচেয়ে পছন্দের একটি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে।’ ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতি এনদালদো রদ্রিগেজের মেয়াদ শেষ হবে ২০২৬ সালের মার্চে। কিন্তু এক বছর আগে, অর্থাৎ ২০২৫ সালের মার্চে নির্বাচনের দ্বার উন্মুক্ত হয়ে যাবে। মূলত নির্বাচন আয়োজনের নির্দিষ্ট কোনো তারিখ না থাকাকেই রোনাল্ডোর জন্য চ্যালেঞ্জিং ভাবা হচ্ছে। আর এ কারণে সময়ের চেয়ে এগিয়ে থেকেই নিজের প্রস্তুতি চালিয়ে যেতে হবে তাঁকে। এসব দিক মাথায় রেখেই হয়তো এখনই পরিকল্পনা গুছিয়ে ফেলেছেন সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা।
নিজের লক্ষ্য নিয়ে রোনাল্ডো আরও যোগ করেন, ‘এই ঘোষণার মধ্য দিয়ে ক্লাব ফেডারেশনের সভাপতিদের বার্তা দিতে চাই যে আমি সিবিএফের সভাপতি পদের প্রার্থী। আমার দারুণ পরিকল্পনা আছে।
কেউ ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার আগে আমি সবার সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপ করতে চাই। আমি তাদের প্রত্যেকের ভাবনা জানতে ব্রাজিলজুড়ে ভ্রমণ করব।’
এর আগে গত মাসে রোনাল্ডোর সিবিএফ সভাপতি হওয়ার ইচ্ছার খবর সামনে এসেছিল। তখন সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছিল, রোনাল্ডো সভাপতি হতে চান এবং নির্বাচিত হয়ে পেপ গার্দিওলাকে ব্রাজিলের কোচ হিসেবে নিয়োগ দিতে চান।
এদিকে ম্যানচেস্টার সিটিতে ক্যারিয়ারে সবচেয়ে বাজে সময় পার করা গার্দিওলাও জানিয়ে দিয়েছেন, তিনি আর কোনো ক্লাবের কোচিং করাবেন না। এখন রোনাল্ডোর সিবিএফ হওয়ার ইচ্ছা পূরণ হয় কি না এবং সেটি হলে গার্দিওলা রিও ডি জেনিরোর বিমানে চড়েন কি না, সেটাই দেখার অপেক্ষা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct