আপনজন ডেস্ক: রাশিয়ার রাজধানী মস্কোতে বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন দেশটির রাসায়নিক, জৈবিক ও পরমাণু সুরক্ষা বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ। এ ঘটনায় ইউক্রেনের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা দ্য সিকিউরিটি সার্ভিস অব ইউক্রেন (এসবিইউ) দায়ী বলে সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এসবিইউর সেই সূত্র রয়টার্সকে বলেছে, ‘রাশিয়ান ফেডারেশনের বিকিরণ (পরমাণু অস্ত্র) ও রাসায়নিক সুরক্ষা বিভাগের প্রধানকে হত্যা এসবিইউ’র একটি দায়িত্ব ছিল। এসবিইউ সে দায়িত্ব পালন করেছে।’ রাজধানী মস্কোর রায়াজনিস্ক প্রসপেক্ট এলাকায় যে অ্যাপার্টমেন্টে বাস করতেন ইগর কিরিলোভ, মঙ্গলবার স্থানীয় সময় সকালে অ্যাপার্টমেন্ট ভবন থেকে বের হওয়ার সময় শক্তিশালী বোমা বিস্ফোরণে নিহত হন তিনি। তার এক সহকারীও এ ঘটনায় নিহত হয়েছেন। অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে একটি স্কুটারে পেতে রাখা হয়েছিল বোমাটি। লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ রাশিয়ার প্রতিরক্ষা বাহিনীর অন্যতম শীর্ষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মকর্তা ছিলেন। ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশটির সবচেয়ে অভিযাত সামরিক প্রশিক্ষণ কেন্দ্র আরসিএইচবিজের অধ্যক্ষ ছিলেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct