আপনজন ডেস্ক: প্যাট কামিন্সের করা অফ স্টাম্পের বাইরের বলটিকে গালি ফিল্ডারের মাথার ওপর দিয়ে সীমানা ছাড়া করলেন আকাশ দীপ। গ্যাবা নামেই বেশি পরিচিত ব্রিসবেন ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিজুড়ে ভারতীয় সমর্থকেরা উল্লাসে মাতলেন। ড্রেসিংরুমে প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে হাই ফাইভ করলেন বিরাট কোহলি। শুধু উদ্যাপনের এই অংশটুকু দেখে থাকলে যে কেউ মনে করতে পারেন ভারত সম্ভবত টেস্ট জিতে গেছে। কিন্তু ঘটনা সেটি নয়, আকাশের ওই চারেই নিশ্চিত হয়েছে ভারতের ফলো অন এড়ানো। বৃষ্টিতে বারবার থেমে যাওয়া ম্যাচে টানা দ্বিতীয়বার ব্যাট করতে হবে না, তাতে ম্যাচ ড্র করার সম্ভাবনা বেড়ে গেছে অনেকটাই। ভারতীয়রা জয়োৎসব করেছে এ কারণেই।
ব্রিসবেনে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪৪৫ রান করে অস্ট্রেলিয়া। তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামা ভারত দিনটা শেষ করে ৪ উইকেটে ৫১ রান তুলে। ফলো অন এড়াতে দলটিকে করতে হতো ২৪৬ রান। ২০০১ সালে কলকাতার ইডেন গার্ডেনের সেই ঐতিহাসিক টেস্টের পর এই প্রথম ভারতকে ফলো অন করানোর সিদ্ধান্ত নিয়েই রেখেছিল অস্ট্রেলিয়া। আজ ২১৩ রানে ভারতের নবম উইকেট তুলে নেওয়ার পর মনে হচ্ছিল ফলো অন করতেই হচ্ছে ভারতকে। কিন্তু বাধ সাধলেন যশপ্রীত বুমরা ও আকাশ দীপ। নবম উইকেটে ৩৯ রান যোগ করে ফলো অন এড়ানোর কাজটা করে ফেলেছেন তাঁরা। বৃষ্টিতে চারবার খেলা বন্ধ হওয়া চতুর্থ দিনটা ভারত শেষ করেছে ৯ উইকেটে ২৫২ রান তুলে। বুমরা ১০ ও আকাশ ২৭ রানে অপরাজিত আছেন। ছয় টেস্টের ক্যারিয়ারে আকাশের এটিই সর্বোচ্চ। বুমরা-আকাশরা শেষের প্রতিরোধের নায়ক। তবে ভারতের ফলো অন এড়ানোয় বড় ভূমিকা লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজার। রাহুল করেছেন ৮৪ রান, জাদেজা ৭৭। দলকে ৭৪ রানে রেখে অধিনায়ক রোহিত শর্মা ফেরার পর ষষ্ঠ উইকেটে ৬৭ রান যোগ করেন দুজন।
রাহুল অবশ্য ফিরতে পারতেন দিনের প্রথম বলেই। কামিন্সের করা একটু লাফিয়ে ওঠা বলে চালাতে গিয়ে স্লিপে ক্যাচ তোলেন ভারতীয় ওপেনার। দ্বিতীয় স্লিপে দাঁড়ানো স্টিভেন স্মিথ সহজ ক্যাচটি কী করে যেন ফেলে দিলেন!
৩৩ রানে জীবন পাওয়ার রাহুল পরে ফিরেছেন স্মিথের হাতেই ক্যাচ দিয়ে। সহজ ক্যাচ ছাড়া স্মিথ অসাধারণ এক ক্যাচ নিয়ে প্রায়শ্চিত্ত করেছেন। নাথান লায়নের বলে গ্লাইড করেছিলেন রাহুল। দারুণ রিফ্লেক্সে ডান দিকে ঝাঁপিয়ে এক হাত দিয়ে বলটি লুফে নেন স্মিথ।
রাহুলের বিদায়ের পর নীতীশ রেড্ডিকে নিয়ে ৫৩ রান যোগ করেন জাদেজা। ১৬ রান করে রেড্ডির বিদায়ের পর সিরাজ ও ও জাদেজাও দ্রুত ফিরে যান। এরপরই বুমরা ও আকাশের সেই জুটি।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১১৭.১ ওভারে ৪৪৫ অলআউট
(হেড ১৫২, স্মিথ ১০১, ক্যারি ৭০; বুমরা ৬/৭৬, সিরাজ ২/৯৭)।
ভারত ১ম ইনিংস: ৭৪.৫ ওভারে ২৫২/৯ (রাহুল ৮৪, জাদেজা ৭৭, আকাশ ২৭*, রেড্ডি ১৬, বুমরা ১০*, রোহিত ১০; কামিন্স ৪/৮০, স্টার্ক ৩/৮৩, হ্যাজলউড ১/২২, লায়ন ১/৫৪)।
* ৪র্থ দিন শেষে ভারত ১৯৩ রানে পিছিয়ে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct