আপনজন ডেস্ক: বাংলাদেশের সংখ্যালঘুদের জীবন ও সম্পত্তির নিরাপত্তার দাবিতে সংসদ ভবনের সামনে বিক্ষোভ দেখালেন কংগ্রেসের সংসদ সদস্যরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত পার্লামেন্ট ভবন চত্বরে এই বিক্ষোভের নেতৃত্ব দেন কেরালার ওয়েনাড থেকে লোকসভায় নির্বাচিত কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি। সোমবার প্রিয়াঙ্কা পার্লামেন্ট ভবনে ঢুকেছিলেন ফিলিস্তিনের সমর্থন লেখা ঝোলাব্যাগ নিয়ে। প্রিয়াঙ্কা ও কংগ্রেস সদস্যরা বিক্ষোভ দেখালেন যে ব্যাগ কাঁধে ঝুলিয়ে, তাতে ইংরেজিতে লেখা ‘স্ট্যান্ড উইথ মাইনরিটিজ অব বাংলাদেশ’, অর্থাৎ ‘বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে আছি’। হিন্দিতে লেখা ‘বাংলাদেশের হিন্দু ও খ্রিষ্টানদের পাশে দাঁড়িয়ে আছি’। ক্রিম রঙের হ্যান্ডব্যাগ নিয়ে সংসদে যেতে দেখা যায় তাঁদের।
বিরোধী দলের অনেক সদস্য প্ল্যাকার্ড ও ব্যাগ বহন করে সংখ্যালঘুদের প্রতি সংহতি প্রকাশ করেন। সোমবার সংসদে প্রিয়াঙ্কা গান্ধি বাংলাদেশে হিন্দু ও খ্রিস্টান সহ উভয় সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি উত্থাপন করেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের উচিত সরকারের উচিত বাংলাদেশে হিন্দু ও খ্রিস্টান সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিষয়টি উত্থাপন করা। এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করা উচিত ও যারা কষ্টে আছে তাদের সমর্থন করা উচিত। পরে সংসদের বাইরে সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপচারিতায় তিনি বলেন, তিনি ‘বিজয় দিবস’ নিয়ে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু তাঁকে বক্তব্য শেষ করতে দেওয়া হয়নি। তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশ যুদ্ধের সময় ইন্দিরা গান্ধি সরকার কীভাবে দেশকে নেতৃত্ব দিয়েছিল এবং কীভাবে এটি নীতিগত যুদ্ধ ছিল সে সম্পর্কে তিনি কথা বলতে চান। প্রিয়াঙ্কা বলেন, বাংলাদেশেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে হিন্দু ও খ্রিস্টানদের মতো সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct